Modal Ad Example
পড়াশোনা

এসএসসি (SSC) জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া কোনটি?

ক. শ্বসন         খ. প্রস্বেদন

গ. সালোকসংশ্লেষণ ঘ. অভিস্রবণ

সঠিক উত্তর : গ

২. রাইবুলোজ কত কার্বনবিশিষ্ট হয়?

ক. তিন  খ. চার

গ. পাঁচ  ঘ. ছয়

সঠিক উত্তর : গ

৩. বায়ুতে কীসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?

ক. O2  খ. CO2

গ. C4 ঘ. ATP

সঠিক উত্তর : খ

৪. পাইরুভিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?

ক. দুই  খ. তিন

গ. চার  ঘ. পাঁচ

সঠিক উত্তর : খ

৫. গ্লাইকোলাইসিস ধাপটি কোথায় সংঘটিত হয়?

ক. ক্লোরোপ্লাস্টে

খ. নিউক্লিয়াসে

গ. সাইটোপ্লাজমে

ঘ. মাইটোকন্ড্রিয়ায়

সঠিক উত্তর : গ

৬. কোনটি সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস?

ক. পানি

খ. ক্লোরোফিল

গ. সূর্যের আলো

ঘ. কার্বন ডাই-অক্সাইড

সঠিক উত্তর : ক

৭. নিচের কোন যৌগটি ছয় কার্বনবিশিষ্ট?

ক. গ্লুকোজ

খ. রাইবুলোজ

গ. অ্যাসিটাইল কো-এ

ঘ. পাইরুভিক অ্যাসিড

সঠিক উত্তর : ক

৮. ক্রেবস চক্রের সকল বিক্রিয়া কোথায় ঘটে?

ক. মাইটোকন্ড্রিয়াতে

খ. নিউক্লিয়াসে

গ. সাইটোপ্লাজমে

ঘ. গ্লাইকোলাইসিসে

সঠিক উত্তর : ক

৯. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না?

ক. ১৫° সেলসিয়াসের নিচে

খ. ৪৫° সেলসিয়াসের উপরে

গ. ৫৫° সেলসিয়াসের উপরে

ঘ. ৫৫° সেলসিয়াসের নিচে

সঠিক উত্তর : খ

১০. কোনটি শ্বসনের ক্রিয়াকে স্বাভাবিক রাখে?

ক. অক্সিজেন সরবরাহ

খ. তাপ

গ. পরিমিত পানি সরবরাহ

ঘ. সূর্যালোক

সঠিক উত্তর : গ

১১. সবাত শ্বসনের অ্যাসিটাইল কো-এ ও ক্রেবস চক্রে মোট কত অণু NADH2 তৈরি হয়?

ক. দুই অণু  খ. চার অণু

গ. ছয় অণু  ঘ. আট অণু

সঠিক উত্তর : ঘ

১২. ক্যালভিন ও ব্যাশাম চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

ক. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

খ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

গ. ফসফোগ্লিসারালাডিহাইড

ঘ. ফসফোগ্লিসারিক অ্যাসিড

সঠিক উত্তর : ঘ

১৩. C3 চক্রে কোনটি কার্বন ডাই-অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে?

ক. ফসফোগ্লিসারিক অ্যাসিড

খ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

গ. ফসপোগ্লিসারালডিহাইড

ঘ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

সঠিক উত্তর : খ

১৪. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?

ক. ১৫° সে-৩৫° সে

খ. ২০° সে-৩৫° সে

গ. ২০° সে-৪৫° সে

ঘ. ২৫° সে-৩৫° সে

সঠিক উত্তর : গ

১৫. C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

ক. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

খ. ফসফোগ্লিসারালডিহাইড

গ. ফসফোগ্লিসারিক অ্যাসিড

ঘ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

সঠিক উত্তর : ক

১৬. সবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?

ক. ১৮টি  খ. ২৮টি

গ. ৩১টি  ঘ. ৩৮টি

সঠিক উত্তর : ঘ

১৭. সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়?

ক. ক্লোরোপ্লাস্টে

খ. সাইটোপ্লাজমে

গ. নিউক্লিয়াসে

ঘ. মাইটোকন্ড্রিয়ায়

সঠিক উত্তর : ক

১৮. সবাত শ্বসন সাধারণত কয়টি ধাপে সম্পন্ন হয়?

ক. দুটি  খ. তিনটি

গ. চারটি  ঘ. পাঁচটি

সঠিক উত্তর : গ

১৯. একটি কাঁঠালগাছের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়ার শক্তি আসে —

i. সবাত শ্বসনের মাধ্যমে

ii. অবাত শ্বসনের মাধ্যমে

iii. সালোকসংশ্লেষণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক

ক. i  খ. iii

গ. i ও ii  ঘ. ii ও iii

সঠিক উত্তর : ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও

নিতুর ব্যবহারিক ক্লাসের জন্য একটি লাল জবা ফুল ছিঁড়তে গেলে তার পায়ের ধাক্কায় একটি ইট সরে যায়। সে দেখতে পায় সরে যাওয়া ইটের নিচে থাকা ঘাসগুলো সাদা হয়ে আছে।

২০. ব্যবহারিক ক্লাসে নিতুর উপকরণটির মধ্যে বিদ্যমান —

ক. ক্লোরোপ্লাস্ট

খ. ক্রোমোপ্লাস্ট

গ. প্রোটোপ্লাস্ট

ঘ. নিউকোপ্লাস্ট

সঠিক উত্তর : খ

২১. ঘাসগুলো ওই রূপ হওয়ার কারণ —

i. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটেছে

ii. সূর্যের আলো না পাওয়ায় পত্ররন্ধ্র বন্ধ ছিল

iii. প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারেনি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২২. কত ডিগ্রি তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে যায়?

ক. ১৫° সে  খ. ২০° সে

গ. ২৫° সে  ঘ. ৩০° সে

সঠিক উত্তর : খ

২৩. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?

ক. দুই  খ. তিন

গ. চার  ঘ. পাঁচ

সঠিক উত্তর : গ

২৪. কত ডিগ্রি তাপমাত্রার নিচে সালোকসংশ্লেষণের হার কমে যায়?

ক. ২০° সে খ. ২২° সে

গ. ৩০° সে ঘ. ৩৫° সে

সঠিক উত্তর : খ

২৫. আলো ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলে —

i. ফটোলাইসিস

ii. ফটোফসফোরাইলেশন

iii. আত্তীকরণ শক্তি

নিচের কোনটি সঠিক

ক. i  খ. ii

গ. i ও iii  ঘ. ii ও iii

সঠিক উত্তর : খ

২৬. অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট?

ক. দুই  খ. তিন

গ. চার  ঘ. পাঁচ

সঠিক উত্তর : ক

২৭. অবাত শ্বসনের ধাপ কতটি?

ক. পাঁচটি  খ. চারটি

গ. তিনটি  ঘ. দুইটি

সঠিক উত্তর : ঘ

২৮. অবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?

ক. ২টি  খ. ১০টি

গ. ১৮টি  ঘ. ২৮টি

সঠিক উত্তর : ক

২৯. অবাত শ্বসনে—

i. ৩৮টি ATP উৎপন্ন হয়

ii. অক্সিজেনের প্রয়োজন হয় না

iii. পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৩০. অ্যাডেনিন–এর বেস কোনটি?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন

ঘ. সালফার

সঠিক উত্তর : খ

৩১. ‘শক্তিমুদ্রা’ বলা হয় কাকে?

ক. DNA খ. RNA

গ. ATP ঘ. CO2

সঠিক উত্তর : গ

৩২. কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

ক. সালোকসংশ্লেষণ

খ. শ্বসন

গ. প্রশ্বেদন

ঘ. অভিস্রবণ

সঠিক উত্তর : ক

৩৩. সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে?

ক. শর্করা খ. আমিষ

গ. স্নেহ ঘ. ভিটামিন

সঠিক উত্তর : ক

৩৪. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?

ক. জলজ খ. স্থলজ

গ. বায়ুপরাগী ঘ. পরগাছা

সঠিক উত্তর : ক

৩৫. সালোকসংশ্লেষণকে কোন বিজ্ঞানী দুটি পর্যায়ে ভাগ করেন?

ক. ব্ল্যাকম্যান

খ. জোহান মেন্ডেল

গ. অ্যাইজাক নিউটন

ঘ. মাদামকুরি

সঠিক উত্তর : ক

৩৬. আলোকরশ্মির ফোটন শোষণ করে কে?

ক. অক্সিজেন অণু

খ. ক্লোরোফিল অণু

গ. কার্বন অণু

ঘ. এটিপি

সঠিক উত্তর : খ

৩৭. সবুজ উদ্ভিজে কার্বন ডাই–অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

সঠিক উত্তর : খ

৩৮. ক্যালভিন চক্র আবিষ্কারের জন্য বিজ্ঞানী ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান?

ক. ১৯৪৫ খ. ১৯৫২

গ. ১৯৬১ ঘ. ১৯৬৮

সঠিক উত্তর : গ

৩৯. কিসের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই–অক্সাইড

গ. পানি

ঘ. সূর্যালোক

সঠিক উত্তর : ঘ

৪০. সালোকসংশ্লেষণ ভালো হয় না কোন আলোতে?

ক. লাল ও নীল

খ. নীল ও কমলা

গ. বেগুনি ও লাল

ঘ. সবুজ ও হলুদ

সঠিক উত্তর : ঘ

৪১. কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

ক. ৪০০–৪৮০ ন্যানোমিটার এবং ৬৮০ ন্যানো মিটার

খ. ৪২০–৪৮০ ন্যানোমিটার এবং ৬৯০ ন্যানো মিটার

গ. ৪৮০–৫৮০ ন্যানোমিটার এবং ৭৮০ ন্যানো মিটার

ঘ. ৪৯০–৫৮০ ন্যানোমিটার এবং ৮৮০ ন্যানো মিটার

সঠিক উত্তর : ক

৪২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?

ক. ২২°–৩৫° সেলসিয়াস

খ. ২৪°–৩৮° সেলসিয়াস

গ. ২৪°–৪৮° সেলসিয়াস

ঘ. ২৪°–৬৮°সেলসিয়াস

সঠিক উত্তর : ক

৪৩. কোন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে?

ক. কার্বন ডাই–অক্সাইডবিহীন

খ. অক্সিজেনবিহীন

গ. ক্লোরোফিলবিহীন

ঘ. মিথেনবিহীন

সঠিক উত্তর : খ

৪৪. ক্লোরোফিলের প্রধান উপকরণ —

i. অক্সিজেন

ii. নাইট্রোজেন

iii. ম্যাগনেশিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৪৫. কোন পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?

ক. কম বয়সী

খ. মধ্যবয়সী

গ. প্রাপ্তবয়সী

ঘ. কচি বয়সী

সঠিক উত্তর : খ

৪৬. কখন উদ্ভিদের পাতায় বেশি শর্করা জমা হয়?

ক. সকালে

খ. দুপুরে

গ. বিকেলে

ঘ. রাতে

সঠিক উত্তর : গ

৪৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে —

i. O2 ও CO2 – এর সঠিক অনুপাত রক্ষা

ii. পরিবেশের ভারসাম্য রক্ষা

iii. জৈব জীবন রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪৮. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?

ক. ১৮.২৫ ভাগ

খ. ১৯.২০ ভাগ

গ. ২০.৯৫ ভাগ

ঘ. ২১.৯৫ ভাগ

সঠিক উত্তর : গ

৪৯. বাতাসে কার্বন ডাই – অক্সাইড গ্যাসের পরিমাণ কত?

ক. ০.০০৩ ভাগ

খ. ০.০০৪ ভাগ

গ. ০.০০৫ ভাগ

ঘ. ০.০০৬ ভাগ

সঠিক উত্তর : ক

৫০. জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি কত ঘণ্টা শ্বসন চলতে থাকে?

ক. ৮  খ. ১২

গ. ১৬  ঘ. ২৪

সঠিক উত্তর : ঘ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x