শিক্ষা সংবাদ

এ মাসেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

1 min read

করোনা ভাইরাসের ধনর ওমিক্রণ প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠা নচলতি মাসে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা শেষে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানান মন্ত্রী।

দীপু মনি আরো বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব তাই করা হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে হবে।

শিক্ষার গুণগত মান উন্নয়ন হচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “শ্রেণিকক্ষ খুলে দেয়া হলেই নতুন কারিকুলাম ট্রাইআউটে যাবে। ২০২৩ সাল থেকে দুটি ক্লাস নতুন কারিকুলামে করা হবে। তাছাড়া ২০২৫ সাল থেকে পুরো কারিকুলাম বাস্তবায়ন করা হবে। এই কারিকুলাম বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি, শিক্ষার যে গুণগত মান আমরা খুঁজছি সেটি বাস্তবায়িত হবে।”

এসময় উক্ত অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর গত ২১ জানুয়ারি প্রথম দফায় দুই সপ্তাহের জন্য সব ধরনের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে সরকার। পরে তা আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x