পড়াশোনা
1 min read

এসএসসি (SSC) কৃষিশিক্ষা ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কৃষিকাজ ও কৃষিপ্রযুক্তি হচ্ছে —

ক. একে অপরের পরিপূরক

খ. একে অপরের বিপরীত

গ. একে অপরের ভিন্নধর্মী

ঘ. সম্পূর্ণ আলাদা

সঠিক উত্তর : ক. একে অপরের পরিপূরক

২. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয়, তাকে কী বলে?

ক. কৃষিপ্রযুক্তি

খ. কৃষি যান্ত্রিকীকরণ

গ. জমি প্রস্তুতি

ঘ. কৃষি আবহাওয়া

সঠিক উত্তর : ক. কৃষিপ্রযুক্তি

 

৩. ফসল উৎপাদন কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল?

ক. মাটি খ. সার

গ. বীজ ঘ. পানি

সঠিক উত্তর : ক. মাটি

৪. বাংলাদেশের মাটিতে কোন নদীর পলি অনুপস্থিত?

ক. পদ্মা খ. মেঘনা

গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা

সঠিক উত্তর : ঘ. শীতলক্ষ্যা

 

৫. খরিপ–২ মৌসুমের সময়কাল কখন?

ক. চৈত্র হতে জ্যৈষ্ঠ

খ. আষাঢ় হতে ভাদ্র

গ. আশ্বিন হতে ফাল্গুন

ঘ. জ্যৈষ্ঠ হতে শ্রাবণ

সঠিক উত্তর : খ. আষাঢ় হতে ভাদ্র

৬. গম চাষের জন্য আদর্শ পিএইচ মাত্রা কত?

ক. ৫.০-৬.০ খ. ৬.০-৭.০

গ. ৬.৫-৭.৫ ঘ. ৭.০-৮.০

সঠিক উত্তর : খ. ৬.০-৭.০

৭. কোন নদীর পলিবাহিত উর্বর সমভূমিতে পাট ভালো জন্মে?

ক. পদ্মা খ. মেঘনা

গ. শীতলক্ষ্যা ঘ. তিস্তা

সঠিক উত্তর : খ. মেঘনা

 

৮. অতিরিক্ত পানি কোন ফসলের জন্য ক্ষতিকর?

ক. পাট খ. গম

গ. ডাল ঘ. ধান

সঠিক উত্তর : গ. ডাল

৯. মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর : গ. ৫টি

 

১০. আলু চাষের উত্তম অম্লমান মাত্রা কত?

ক. ৩–৪ খ. ৪–৬

গ. ৬–৭ ঘ. ৭–৮

সঠিক উত্তর : গ. ৬–৭

১১. ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম?

ক. উপকূলীয় অঞ্চল

খ. কাদামাটি অঞ্চল

গ. পাহাড়ি ও পাদভূমি অঞ্চল

ঘ. দোআঁশ ও পলি দোআঁশ অঞ্চল

সঠিক উত্তর : খ. কাদামাটি অঞ্চল

 

১২. কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি?

ক. গম খ. ভুট্টা

গ. ধান ঘ. পাট

সঠিক উত্তর : গ. ধান

১৩. খরিপ–১ মৌসুমের ফসল কোনটি?

ক. তিল খ. ফুলকপি

গ. বাঁধাকপি ঘ. টমেটো

সঠিক উত্তর : ক. তিল

 

১৪. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কেমন?

ক. জৈব পদার্থ নিম্ন মাত্রার

খ. জৈব পদার্থ উচ্চ মাত্রার

গ. জৈব পদার্থ মাঝারি মাত্রার

ঘ. জৈব পদার্থ অল্প মাত্রার

সঠিক উত্তর : ঘ. জৈব পদার্থ অল্প মাত্রার

 

১৫. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৪.৫–৫.৫  খ. ৫.৫–৬.৫

গ. ৬.৫–৭ ঘ. ৭–৭.৫

সঠিক উত্তর : খ. ৫.৫–৬.৫

১৬. বৃষ্টিনির্ভর ফসল কোনটি?

ক. ফুলকপি খ. পেঁয়াজ

গ. পাট ঘ. শর্ষে

সঠিক উত্তর : ঘ. শর্ষে

১৭. উপকূলীয় অঞ্চলে মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৫–৬.৫ খ. ৬–৭.৫

গ. ৬.৫–৮ ঘ. ৭.০–৮.৫

সঠিক উত্তর : ঘ. ৭.০–৮.৫

 

১৮. জমিতে সবুজ সার হিসেবে কোন ফসলের চাষ করা হয়?

ক. পাট খ. সবুজ শাক

গ. ধৈঞ্চা ঘ. নেপিয়ার ঘাস

সঠিক উত্তর : গ. ধৈঞ্চা

১৯. জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি  ঘ. ৬টি

সঠিক উত্তর : গ. ৪টি

২০. ভূমিক্ষয়ের প্রধান কারণ কোনটি?

ক. জলোচ্ছ্বাস খ. পাহাড়ি ঢল

গ. বৃষ্টি ঘ. জুমচাষ

সঠিক উত্তর : গ. বৃষ্টি

 

২১. কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায়?

ক. রিল ভূমিক্ষয়

খ. আস্তরণ ভূমিক্ষয়

গ. গালি ভূমিক্ষয়

ঘ. নদীভাঙন ভূমিক্ষয়

সঠিক উত্তর : খ. আস্তরণ ভূমিক্ষয়

২২. কোন ভূমিক্ষয় থেকে নালা ভূমিক্ষয়ের উদ্ভব হয়েছে?

ক. রিল খ. গালি

গ. বায়ু ঘ. নদীভাঙন

সঠিক উত্তর : ক. রিল

 

২৩. কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়?

ক. গালি ভূমিক্ষয়

খ. আস্তরণ ভূমিক্ষয়

গ. রিল ভূমিক্ষয়

ঘ. নালা ভূমিক্ষয়

সঠিক উত্তর : গ. রিল ভূমিক্ষয়

২৪. ভূমিক্ষয় রোধে কোন ফসলগুলো চাষ করা উচিত?

ক. আখ ও খেসারি

খ. চিনাবাদাম ও মাষকলাই

গ. চিনাবাদাম ও ভুট্টা

ঘ. মাষকলাই ও ধান

সঠিক উত্তর : খ. চিনাবাদাম ও মাষকলাই

২৫. নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

ক. ধান খ. ডাল

গ. গম  ঘ. ভুট্টা

সঠিক উত্তর : খ. ডাল

 

২৬. কন্টোর পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজন হয় কোথায়?

ক. পাহাড়ের শীর্ষে

খ. পাহাড়ের ঢালে

গ. পাহাড়ের পাদদেশে

ঘ. উঁচু–নিচু জমিতে

সঠিক উত্তর : খ. পাহাড়ের ঢালে

২৭. বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা কত থাকা প্রয়োজন?

ক. ১২% খ. ১৮%

গ. ৩০% ঘ. ৪০%

সঠিক উত্তর : ক. ১২%

২৮. বীজ উৎপাদনের জন্য কয়টি বিষয় জানতে হয়?

ক. ৮টি খ. ৭টি

গ. ৫টি  ঘ. ৪টি

সঠিক উত্তর : খ. ৭টি

 

২৯. খেত থেকে বীজের জন্য যখন ধান কাটা হয় তখন, আর্দ্রতা কত থাকে?

ক. ১৮%–২০%

খ. ১৮%–৩০%

গ. ১৮%–৪০%

ঘ. ১৮%–৫০%

সঠিক উত্তর : গ. ১৮%–৪০%

 

৩০. বীজের জীবনীশক্তি পরীক্ষার মাধ্যমে কী নির্ণয় করা হয়?

ক. প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদগম ক্ষমতা

খ. আর্দ্রতার পরিমাণ

গ. জাত বিশুদ্ধতা

ঘ. বীজ বিশুদ্ধতা

সঠিক উত্তর : ক. প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদগম ক্ষমতা

৩১. বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদগম শুরু হয়?

ক. ৪০–৬০%  খ. ৩৫–৬০%

গ. ২৫%–৩০%  ঘ. ৪৫%–৬০%

সঠিক উত্তর : খ. ৩৫–৬০%

৩২. রেন্সিডিটি অর্থ কী?

ক. খনিজ জারণ ক্রিয়া

খ. আমিষ জারণ ক্রিয়া

গ. শর্করা জারণ ক্রিয়া

ঘ. চর্বি জারণ ক্রিয়া

সঠিক উত্তর : ঘ. চর্বি জারণ ক্রিয়া

 

৩৩. হে তৈরির জন্য নিচের কোনটি বেশি উপযোগী?

ক. মাষকলাই  খ. ভুট্টা

গ. নেপিয়ার ঘাস  ঘ. গিনি ঘাস

সঠিক উত্তর : ক. মাষকলাই

৩৪. একটি গাভিকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে?

ক. ৮–১০  খ. ৬–১২

গ. ৮–১২  ঘ. ১২–১৫

সঠিক উত্তর : গ. ৮–১২

৩৫. সাইলোপিটে ঘাস সংরক্ষণের সময় কী ছিটিয়ে দিতে হয়?

ক. ইউরিয়া  খ. টিএসপি

গ. ঝোলা গুড়  ঘ. এমওপি

সঠিক উত্তর : গ. ঝোলা গুড়

 

৩৬. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা শতকরা কত ভাগ হলে ভালো হয়?

ক. ৫০  খ. ৬০

গ. ৭০  ঘ. ৮০

সঠিক উত্তর : ঘ. ৮০

৩৭. কোনটি মাছের প্রাণিজাত খাদ্য?

ক. চিটাগুড়  খ. খুদিপানা

গ. তিলের খৈল  ঘ. ফিশমিল

সঠিক উত্তর : ঘ. ফিশমিল

৩৮. FCR-এর পূর্ণ রূপ কী?

ক. Food Conservation ratio

খ. Food Conversion ratio

গ. Food Concord ratio

ঘ. Food Concept ratio

সঠিক উত্তর : খ. Food Conversion ratio

 

৩৯. কৃষির সব কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি?

ক. জমি নির্বাচন  খ. জমি চাষ

গ. সার প্রয়োগ  ঘ. সেচ প্রয়োগ

সঠিক উত্তর : খ. জমি চাষ

৪০. রিল ভূমিক্ষয়ের ফলে—

i. জমি উর্বরতা হারায়

ii. নালাগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়

iii. কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ. i ও iii

 

৪১. কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেমি গভীর স্তরকে মাটি বলা হয়?

ক. ১৫–১৮  খ. ১৫–২০

গ. ১৫–২৫  ঘ. ১৫–৩০

সঠিক উত্তর : ক. ১৫–১৮

৪২. মাটির উর্বরতার প্রধান নিয়ন্ত্রক হলো —

i. খনিজ পদার্থ

ii. জৈব পদার্থ

iii. ভূমির বন্ধুরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক. i ও ii

 

৪৩. কোন ফসল চাষের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা যায়?

ক. চিনাবাদাম  খ. গম

গ. শর্ষে  ঘ. ভুট্টা

সঠিক উত্তর : ক. চিনাবাদাম

৪৪. ফিশমিলে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান থাকে?

ক. ০.২ – ০.৫ %

খ. ০.৫ – ১.০ %

গ. ২ –২ .৫ %

ঘ. ৩ –০.৫ %

সঠিক উত্তর : খ. ০.৫ – ১.০ %

 

৪৫. বিনা চাষে উৎপাদন করা যায় —

i. পান

ii. ভুট্টা

iii. ডাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ. i, ii ও iii

৪৬. কোন সময় পুকুরে খাবার দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখতে হয়?

ক. পানি ঘোলা হলে

খ. পানি সবুজ হলে

গ. কম সবুজ হলে

ঘ. অত্যধিক সবুজ হলে

সঠিক উত্তর : ঘ. অত্যধিক সবুজ হলে

 

৪৭. বাত্যাজনিত ভূমিক্ষয়ে প্রকোপ কোথায় বেশি দেখা যায়?

ক. যশোর  খ. খুলনায়

গ. দিনাজপুর  ঘ. সিলেটে

সঠিক উত্তর : গ. দিনাজপুর

৪৮. ভূমিক্ষয়ের ফলে—

i. মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়

ii. ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে

iii. মাটির উর্বরতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক. i ও ii

৪৯. বীজের জীবনীশক্তি হ্রাস পায় —

i. বেশি তাপমাত্রায় বীজ শুকালে

ii. অপর্যাপ্ত তাপে বীজ শুকালে

iii. বীজের আর্দ্রতা ১২%-এর কম থাকলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক. i ও ii

 

৫০. বাছুরের বয়স অনুসারে দৈনিক কত লিটার মিল্ক রিপ্লেসার খাওয়ানো যায়?

ক. ০.১–০.৫  খ. ০.৫–৩

গ. ০.৫–৫  ঘ. ০.৫–৭

সঠিক উত্তর : খ. ০.৫–৩

৫১. FCR–এর মান সব সময় কোনটির চেয়ে বড় হয়?

ক. ১  খ. ২

গ. ৩  ঘ. ৪

সঠিক উত্তর : ক. ১

৫২. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের বৈশিষ্ট্য —

i. উঁচু ভূমি

ii. জৈব পদার্থ নিম্নমাত্রার

iii. অম্লমানের মাত্রা ৫.৫–৬.৫

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ. i, ii ও iii

৫৩. কোনটি খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের সময় খাদ্যের গুণগত মান এবং ওজনকে ক্ষতিগ্রস্ত করে?

ক. কার্বন ডাই–অক্সাইড

খ. ভাইরাস

গ. ব্যাকটেরিয়া

ঘ. তাপমাত্রা

সঠিক উত্তর : ক. কার্বন ডাই–অক্সাইড

৫৪. বিপণনকাজের অন্তর্ভুক্ত হচ্ছে —

i. বীজ সংগ্রহ

ii. প্যাকেজ করা

iii. বিজ্ঞপ্তি প্রচার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক. i ও ii

 

৫৫. বীজ সংরক্ষণের প্রাথমিক ধাপ কোনটি?

ক. বীজ শুকানো

খ. বীজ প্রক্রিয়াজাতকরণ

গ. বীজ বিপণন

ঘ. বীজ উৎপাদন

সঠিক উত্তর : ঘ. বীজ উৎপাদন

৫৬. বীজের আর্দ্রতা শতকরা কত হলে অঙ্কুরোদগম শুরু হয়?

ক. ২০–২৫  খ. ২৫–৩০

গ. ২৫–৬০  ঘ. ৩৫–৬০

সঠিক উত্তর : ঘ. ৩৫–৬০

৫৭. বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কয়টি?

ক. ১৫টি  খ. ২০টি

গ. ২৫টি  ঘ. ৩০টি

সঠিক উত্তর : ঘ. ৩০টি

 

৫৮. তুলা চাষের জন্য জমি চাষ দিতে হয় কতবার?

ক. ৪ বার  খ. ৬ বার

গ. ৮ বার  ঘ. ১০ বার

সঠিক উত্তর : গ. ৮ বার

৫৯. শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে?

ক. ৫০–৭০ ভাগ খ. ৫০–৭৫ ভাগ

গ. ৫৫–৮০ ভাগ ঘ. ৭৫–০২ ভাগ

সঠিক উত্তর : ক. ৫০–৭০ ভাগ

৬০. পোনা মাছের খাদ্যে FCR কত হওয়া উচিত?

ক. ১.০  খ. ১.৫

গ. ২.০  ঘ. ২.৫

সঠিক উত্তর : খ. ১.৫

 

৬১. অ্যালজি কী?

ক. শ্যাওলা  খ. ছত্রাক

গ. মস  ঘ. ঘাস

সঠিক উত্তর : ক. শ্যাওলা

৬২. অ্যালজির প্রধান উপকরণ কোনটি?

ক. ঘাস  খ. মাষকলাই

গ. ইউরিয়া  ঘ. টিএসপি

সঠিক উত্তর : খ. মাষকলাই

৬৩. ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য কোন স্তরে নিহিত?

ক. ১০–১৫ সেমি গভীর

খ. ১৫–১৮ সেমি গভীর

গ. ১৮–২০ সেমি গভীর

ঘ. ২০–২২ সেমি গভীর

সঠিক উত্তর : খ. ১৫–১৮ সেমি গভীর

৬৪. গম চাষের উপযুক্ত সময় কোনটি?

ক. চৈত্র

খ. বর্ষা

গ. কার্তিক–মধ্য অগ্রহায়ণ

ঘ. চৈত্র–ফাল্গুন

সঠিক উত্তর : গ. কার্তিক–মধ্য অগ্রহায়ণ

 

৬৫. আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মোট খরচে খাদ্যের খরচ কত ভাগ?

ক. ৩০  খ. ৩৫

গ. ৪০  ঘ. ৬০

সঠিক উত্তর : ঘ. ৬০

৬৬. খাদ্যে আর্দ্রতার পরিমাণ শতকরা কত থাকলে ছত্রাক বা পোকা জন্মাতে পারে?

ক. ৩৫%  খ. ৬৫%

গ. ৭৫%  ঘ. ৮৫%

সঠিক উত্তর : খ. ৬৫%

৬৭. খাদ্যে কত তাপমাত্রায় পোকামাকড় জন্মাতে পারে?

ক. ১৫–২৫০ সে.  খ. ২৬–৩০০ সে.

গ. ২৭–৩২০ সে.  ঘ. ৩০–৩৫০ সে.

সঠিক উত্তর : খ. ২৬–৩০০ সে.

 

৬৮. অ্যালজিতে প্রচুর পরিমাণে কী থাকে?

ক. ভিটামিন সি  খ. ভিটামিন কে

গ. স্নেহ  ঘ. আমিষ

সঠিক উত্তর : ক. ভিটামিন সি

৬৯. মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষাকারী ফসল কোনটি?

ক. মসুর  খ. খেসারি

গ. ধান  ঘ. গম

সঠিক উত্তর : খ. খেসারি

৭০. কোনটি মাছের প্রাণিজাত খাদ্য?

ক. চিটাগুড়  খ. খুদিপানা

গ. তিলের খৈল  ঘ. ফিশমিল

সঠিক উত্তর : ঘ. ফিশমিল

2/5 - (1 vote)