কোষ চক্র কাকে বলে? (What is Cell Cycle)
মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরুর পূর্বেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমুলক কাজ সম্পন্ন করতে হয়। কোষের এই প্রস্তুতি পর্যায় (বিরাম-১, DNA replication ও বিরাম-২) এবং বিভাজন পর্যায়কে সমষ্টিগতভাবে কোষচক্র বলে। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক কোষচক্র পেশ করেন যা নিচে দেয়া হল। ক. কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজঃ এখানে সমগ্র কোষচক্রের ৯০-৯৫% সময় বের হয়।…