অ্যামাইটোসিস বিভাজন কিভাবে সম্পন্ন হয়?

যে প্রক্রিয়ায় কোন কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার সামগ্রী ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে।
কোন কোন জীবে অ্যামাইটোসিস বিভাজন সম্পন্ন হয়?
এককোষী প্রাককেন্দ্রিক (unicellular prokaryote) জীবে এ বিভাজন ঘটে। অর্থাৎ ব্যাকটেরিয়া, ঈস্ট, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি জীবে অ্যামাইটোসিস বিভাজন সম্পন্ন হয়।

কিভাবে অ্যামাইটোসিস বিভাজন সম্পন্ন হয়?
অ্যামাইটোসিস বিভাজন কয়েকটি ধাপে সম্পন্ন হয়।
i.অ্যামাইটোসিস বিভাজনের শুরুতে কোষের নিউক্লিয়াসটি লম্বাটে আকার ধারন করে।
ii.নিউক্লিয়াসের মধ্যস্থল সঙ্কুচিত হয়ে ক্রমশ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে।
iii.কোষের মধ্যস্থলে সাইটোপ্লাজমিক পর্দা দুই দিক থেকে ভাঁজ হয়ে ক্রমান্বয়ে ভিতরের দিকে ঢুকতে থাকে এবং বিচ্ছিন্ন নিউক্লিয়াসের মধ্য বরাবর একটি অনুপ্রস্থ প্লেট তৈরী করে।
iv.অনুপ্রস্থ প্লেট পরবর্তীতে
কোষপ্রাচীরে পরিনত হয় এবং
মাতৃকোষটিকে দুটি অপত্য কোষে
বিভক্ত হয়। অপত্য কোষের বৃদ্ধির
ফলে স্ফীতি চাপ বৃদ্ধি পায়, যা
কোষদুটিকে পরস্পর হতে বিচ্ছিন্ন
করে। ফলে একটি মাতৃকোষ থেকে দুটি নতুন কোষ তৈরী হয়।

ভালোভাবে অ্যামাইটোসিস বিভাজন বুঝতে চাইলে এই পোস্টটি সুন্দরভাবে দেয়া আছে।  পড়ে নিতে পারেন।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “অ্যামাইটোসিস বিভাজন কিভাবে সম্পন্ন হয়?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts