Modal Ad Example
পড়াশোনা

কম্পিউটারের জনক কে? Who is the Father of Computer?

1 min read

উত্তরঃ চার্লস ব্যাবেজ (Charles Babbage)।

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১) কম্পিউটার জগতের কিংবদন্তি কে?

উত্তরঃ বিল গেটস।

২) Bioinformatics এর জনক কে?

উত্তরঃ Margaret Oakley Dayhaff

৩) কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন?

উত্তরঃ Jack Williamson

৪) কম্পিউটার ল্যাংগুয়েজ এর প্রথম প্রজন্মের নাম কি?

উত্তরঃ মেশিন ল্যাংগুয়েজ

৫) বিমানের টিকেট রিজার্ভেশনের জন্য কোন ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়?

উত্তরঃ টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম।

৬) মেলিসা কি?

উত্তরঃ এক প্রকার কম্পিউটার ভাইরাস।

৭) এনালগ কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তরঃ পর্যাক্রমিকভাবে উঠা-নামা করা।

৮) প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কে তৈরি করেন?

উত্তরঃ অধ্যাপক ড. জন অ্যাটানাসফ ১৯৪২ সালে।

৯) পিসি কি?

উত্তরঃ পার্সোনাল কম্পিউটারকে সংক্ষেপে পিসি বলে?

১০) আইবিএম কোম্পানি কত সালে তার মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে?

উত্তরঃ ১৯৮১ সালে।

১১) কম্পিউটার এর মেমোরি কত প্রকার ও কি কি?

উত্তরঃ দুই প্রকার। যথাঃ- (১) প্রধান মেমরি (২) সেকেন্ডারি মেমোরি।

১২) গিবারিশ (Gibberish) কাকে বলে?

উত্তরঃ কম্পিউটারের দেয়া অপ্রয়োজনীয় তথ্যকে গিবারিশ বলে।

১৩) নেটওয়ার্কে পিসি (PC) যে বিন্দুতে যুক্ত থাকে তাকে কি বলা হয়?

উত্তরঃ নোড।

১৪) কত সালে বানিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং শুরু করা হয়?

উত্তরঃ ২০০৬ (অ্যামাজন)।

১৫) ডিজিটাল কম্পিউটার এর মৌলিক একক কি?

উত্তরঃ বিট (Bit)।

১৬) কোন সালে আইবিএম পিসি বাজারে ছাড়ে?

উত্তরঃ ১৯৮১।

১৭) অ্যাপল কোম্পানী কত সালে মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে?

উত্তরঃ ১৯৭৬।

১৮) ১৯৮৪ সালে এ্যাপল কম্পিউটার কোম্পানী কত বিটের কম্পিউটার বাজারে ছাড়ে?

উত্তরঃ ৩২ টি।

১৯) IBM PC নামে মাইক্রোকম্পিউটার কত সালে বাজারে ছাড়া হয়?

উত্তরঃ ১৯৮১ সালে।

২০) অ্যাপল কোম্পানির সদর দপ্তর কোথায়?

উত্তরঃ কুপারটিনােতে।

২১) কোন যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়?

উত্তরঃ মডেম।

২২) বর্তমানে ব্যবহূত পিসি কোন প্রজন্মের?

উত্তরঃ চতুর্থ।

২৩) মাইক্রোকম্পিউটার কোন প্রজন্মের  অন্তর্গত?

উত্তরঃ চতুর্থ।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x