সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো-
- সূর্য হলো একটি নক্ষত্র, পৃথিবী একটি গ্রহ এবং চাঁদ একটি উপগ্রহ।
- সূর্যের নিজস্ব আলো ও তাপ রয়েছে। অপরদিকে পৃথিবী ও চাঁদের নিজস্ব আলো ও তাপ নেই।
- সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হলো সূর্য, তারপর পৃথিবী এবং চাঁদ সবচেয়ে ছোট।
- সূর্য প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। অপরদিকে পৃথিবীতে প্রধানত অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বিদ্যমান এবং চাঁদে প্রধানত আর্গন, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস বিদ্যমান।