জীবন বীমা ও সামাজিক বীমা কাকে বলে?

জীবন বীমা কাকে বলে?

মানুষের জীবনের উপর যে বীমা করা হয়, তাকে জীবন বীমা বলে। বীমাগ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নিজের বা অন্যের জীবনের উপর বীমাপত্র গ্রহণ করতে পারে। তবে অন্যের জীবনের উপর বীমা গ্রহণের ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থের প্রমাণ প্রয়োজন হয়। সমাজে জীবন বীমার প্রচলন সবচেয়ে বেশী। জীবন বীমার ফলে কোন বীমাগ্রহীতার অকাল মৃত্যু হলে, তাঁর পরিবারবর্গকে আর্থিক সুবিধা প্রদান করা হয়। আবার মেয়াদকাল পর্যন্ত বেঁচে থাকলে বীমার অর্থ নিজেই ভোগ করতে পারে।

জীবন বীমা অন্যান্য বীমা থেকে স্বত্যস্ত্র। কারণ অন্যান্য বীমা ক্ষতিপূরণের চুক্তি। কোন ঘটনা ঘটলেই শুধুমাত্র বীমার দাবী জন্মাবে, নতুবা নয়। কিন্তু জীবন বীমার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা হয়। বীমা গ্রহীতার বীমা সময়ের মধ্যে মৃত্যু অথবা বীমার সময়কাল পর্যন্ত বেঁচে থাকা উভয় অবস্থাতেই বীমার টাকা পাবার অধিকারী। বাংলাদেশে সরকারী, বেসরকারী, বৈদেশিক ও ইসলামী বীমা কোম্পানী কর্তৃক জীবন বীমা পরিচালিত হচ্ছে।

সামাজিক বীমা কাকে বলে?

জীবনে আকস্মিক বিপদাপদ ও নানা প্রকার ঝুঁকির হাত থেকে মানুষকে রক্ষার জন্য সমাজের তথা রাষ্ট্রের পক্ষ হতে যে নিরাপত্তা প্রদান করা হয়, তাকে সামাজিক বীমা বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *