Modal Ad Example
পড়াশোনা

সেল ও ব্যাটারি (Cell and Battery) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1 min read

সেল ও ব্যাটারির সাথে কম-বেশি আমরা সবাই পরিচিত। আজ আমরা সেল ও ব্যাটারি (Cell and Battery) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানবো। যে প্রশ্নগুলো আলোচনা করা হবেঃ

  • সেল কি? (What is Cell in Bengali?)
  • ব্যাটারি কি? (What is Battery in Bengali?)
  • প্রাইমারি সেল কি? (What is Primary cell in Bengali?)
  • এক তরল বিশিষ্ট সেল কাকে বলে?
  • সেকেন্ডারি সেল কি? (What in Secondary cell in Bengali?)
  • সেল ও ব্যাটারির মধ্যে প্রার্থক্য কি? (What is difference between cell and battery in Bengali?)
  • আদর্শ সেল কি? (What is Ideal cell in Bengali?)
  • ড্রাই সেল ও ওয়েট সেলের মধ্যে পার্থক্য কি? (What is difference between dry cell and wet cell in Bengali?)
  • ডিপোলারাইজার কি? ডিপোলারাইজেশন কেন ব্যবহার করা হয় ও দূর করার উপায় কি?

 

সেল কি? (What is Cell in Bengali?)

উত্তরঃ ইলেকট্রিক সেল এমন একটি ডিভাইস যা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ব্যবহার করা হয়। এটা এমন একটি একক ইউনিট যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে ডিসি ভোল্টেজ উৎপাদন করতে পারে।

প্রতিটি সেলে দুটি টার্মিনাল থাকে, একটি পজেটিভ এবং অপরটি নেগেটিভ টার্মিনাল। পজেটিভ টার্মিনালে লম্বা রেখা এবং নেগেটিভ টার্মিনালে ছোট রেখা দ্বারা বুঝানো হয়।

ব্যাটারি কি? (What is Battery in Bengali?)

উত্তরঃ বৈদ্যুতিক সার্কিটে কারেন্টের পরিমাণ কমানো/বাড়ানোর জন্য বা ভোল্টেজ পরিবর্তনের জন্য কতগুলো বৈদ্যুতিক সেলকে একত্রে সংযোগ করা হয়। এই একত্রিত সেলগুলোকে ব্যাটারি বলে।

প্রাইমারি সেল কি? (What is Primary cell in Bengali?)

উত্তরঃ যে সেল সাধারণত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বৈদ্যুতিক কারেন্ট উৎপন্ন করে এবং একবার ডিসচার্জ হয়ে গেলে পুনরায় চার্জ করা যায় না তাকে প্রাইমারি সেল (Primary cell) বলে। প্রাইমারী সেল আবার দুই প্রকার যথাঃ ১) এক তরল বিশিষ্ট সেল। ২) দুই তরল বিশিষ্ট সেল।

এক তরল বিশিষ্ট সেল কাকে বলে?

উত্তরঃ যে বৈদ্যুতিক সেলে একটি মাত্র ক্রিয়াশীল তরল পদার্থ বা ইলেকট্রোড থাকে তকে এক তরল বিশিষ্ট সেল বলে। যেমনঃ ড্রাই সেল (যা টিভি রিমুট ও বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়), বাইক্রোমেট সেল, লেকল্যান্স সেল।

সেকেন্ডারি সেল কি? (What in Secondary cell in Bengali?)

উত্তরঃ যে সেল রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বৈদ্যুতিক কারেন্ট উৎপন্ন করে এবং ডিসচার্জ হয়ে গেলে পুনরায় চার্জ করা যায় তাকে সেকেন্ডারি সেল বা স্টোরেজ সেল ও বলা হয়। যেমনঃ লীড-লীড এসিড সেল, নিকেল ক্যাডমিয়াম এলকালি সেল ইত্যাদি।

সেল ও ব্যাটারির মধ্যে প্রার্থক্য কি? (What is difference between cell and battery in Bengali?)

উত্তরঃ সেল ও ব্যাটারির মধ্যে প্রার্থক্য নিম্নরূপ-

সেল (Cell)

  • সেল একটি স্বতন্ত্র ইউনিট।
  • এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান বাহ্যিক বৈদ্যুতিক সংযোগের সাহায্যে পরিবর্তন সম্ভব নয়।
  • সেল থেকে নির্দিষ্ট পরিমানের চেয়ে বেশি ভোল্টেজ পাওয়া সম্ভব নয়।

 

ব্যাটারি (Battery)

  • এটি একাধিক সেলের সমন্বয়ে গঠিত।
  • এর কার্যকরী রেজিস্ট্যান্সের মান বাহ্যিক বৈদ্যুতিক সংযোগের সাহায্যে কম-বেশি করা যায়।
  • চাহিদামত ভোল্টেজের মান কমানো-বাড়ানো যায়।

 

আদর্শ সেল কি? (What is Ideal cell in Bengali?)

উত্তরঃ যে সেলের ই,এম,এফ সবসময় একই থাকে এবং যার সাহায্যে অন্য সেলের ই,এম,এফ তুলনা করা হয় তাকে আদর্শ সেল বলে।

একটি উদাহরণ দিলে আশা করছি ভালভাবে বুঝতে পারবো, আমরা জানি সাধারণ সেল হতে একই হারে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় না। কারন দীর্ঘ সময় ব্যবহার করার ফলে এদের ই, এম, এফ ক্রমশ কমতে থাকে।

কিন্তু পরীক্ষাগারে বিদ্যুৎ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা জন্য ই,এম,এফ না কমে এমন ধরনের সেল ব্যবহার করার প্রয়োজন হয়। এই ধরনের সেলকে মূলত আদর্শ সেল বলা হয়। আদর্শ সেল মূলত বিদ্যুৎ সরবরাহ জন্য ব্যবহার করা হয় না বরং অন্য সাধারণ সেলের ই,এম,এফ এর তুলনার কাজে ব্যবহিত হয়।

ড্রাই সেল ও ওয়েট সেলের মধ্যে পার্থক্য কি? (What is difference between dry cell and wet cell in Bengali?)

উত্তরঃ ড্রাই সেল ও ওয়েট সেলের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

ড্রাই সেল (Dry cell)

  • এতে তরল ইলেকট্রোডের পরিবর্তে পেস্ট ব্যবহার করা হয়।
  • এর পাত্রটি একটি ইলেকট্রোড নেগেটিভ হিসাবে কাজ করে।
  • প্রয়োজনে ইলেকট্রোড ও পানি যোগ করে ব্যবহার করা যায় না।
  • ইহা আকারে ছোট ও হালকা এবং যেকোনো অবস্থানে রাখা যায়।
  • ব্যবহার না করলে এটা আপনা আপনি নষ্ট হয়ে যায়।

 

ওয়েট সেল (Wet cell)

  • এতে তরল ইলেকট্রোড ব্যবহার করা হয়।
  • এর পাত্রের ভিতরে ইলেকট্রোড দুটি রক্ষিত থাকে।
  • এটিতে প্রয়োজনে ইলেকট্রোলাইট ও পানি যোগ করে দীর্ঘ দিন ব্যবহার করা যায়।
  • এটা আকারে বড় ও বেশ ভারী এবং যেকোন অবস্থানে রাখা যায় না।
  • এটা ব্যবহার না করলে নষ্ট হয় না।

 

ডিপোলারাইজার কি? ডিপোলারাইজেশন কেন ব্যবহার করা হয় ও দূর করার উপায় কি?

উত্তরঃ সাধারণ কোষ ব্যতীত অন্যান্য প্রাইমারী কোষে ঋণাত্মক ইলেকট্রোড হতে ধনাত্মক ইলেকট্রোডের দিকে প্রবাহমান হাইড্রোজনকে নিস্ক্রিয় করার জন্য যে দন্ড ব্যবহার করা হয় তাকে ডিপোলারাইজেশন বলে।

ডিপোলারাইজার হিসেবে ম্যাংগানিজ ডাই-অক্সাইড ব্যবহিত হয়। এছাড়া ও ক্রমিক এসিড, নাইট্রিক এসিড ইত্যাদি ও ব্যবহার করা হয়।

সাধারণত তিন উপায়ে ডিপোলারাইজেশন দূর করা যায়ঃ

  • যান্ত্রিক পদ্ধতি
  • বিদ্যুৎ রাসায়নিক পদ্ধতি
  • রাসায়নিক পদ্ধতি
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x