জিএসএম (GSM) কি? জিএসএম এর সুবিধা

জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে– গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স (Global System for Mobile Communications)। এটি হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।

 

জিএসএম এর সুবিধা (Advantages of GSM)

  • এটি একটি দক্ষ প্রযুক্তি যার ফলে শক্তিশালী ফিচারসহ অনেক বেশি স্থায়ী নেটওয়ার্ক পাওয়া যায়।
  • বিশ্বব্যাপী জিএসএম এর ব্যাপক কভারেজ রয়েছে।
  • বিশ্বের যেকোনো প্রান্তে ব্যবহার করা যায় বলে এক্ষেত্রে রোমিং কোনো সমস্যা হয়ে দেখা দেয় না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *