সর্টিং (Sorting) ও সার্চিং (Searching) কি? SQL সম্পর্কে লেখ।
সর্টিং (Sorting) : সর্টিং কথাটির অর্থ হলো বাছাই করা। বাছাই করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন- নামের সর্টিং বর্ণ অনুসারে হতে পারে। আবার কোন সর্টিং ক্রমিক নম্বর অনুসারেও হতে পারে।
সার্চিং (Searching) : ডাটাবেজে কাজ করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই তল্লাসীর প্রয়োজন পড়ে। ডাটাবেজ প্রোগ্রামে তথ্যগুলো কোথায় কীভাবে রাখা হয়েছে, এর আকৃতি কতটুকু, এর বৈশিষ্ট্যই বা কী ইত্যাদি তথ্য জানতে হলে সার্চিং এর প্রয়োজন হয়।
SQL সম্পর্কে লেখ।
SQL-এর পুরো অর্থ হলো Structured Query Language। এটি একটি শক্তিশালী ডেটা মেনিপিউলেশন, ডেটা ডেফিনিশন, ট্রানজেকশন কন্ট্রোল, ডেটা কন্ট্রোল ও ডেটা রিট্রাইভাল ল্যাঙ্গুয়েজ। SQL বিভিন্ন শ্রেণির কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয়, যেমন: ডেটা কুয়েরি করা, ডেটা সন্নিবেশ করা, পরিবর্তন ও মুছে ফেলা, ডেটাবেজে অবজেক্ট তৈরি করা, সংশোধন করা ও মুছে ফেলা, ইউজার অ্যাকসেস নিয়ন্ত্রণ করা, ডেটাবেজ Consistency-এর নিশ্চয়তা প্রদান করা ইত্যাদি।