কুফর কাকে বলে?

কুফর কাকে বলে?

ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অবিশ্বাস করাকে কুফর বলে।
কুফর শব্দের শাব্দিক অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন রাখা কিংবা ঢেকে রাখা। যেমন- আল্লাহকে অবিশ্বাস করা কিংবা ইমানের মৌলিক অন্যান্য বিশ্বাসকে অস্বীকার করা। ইসলামের মৌলিক ইবাদতসমূহকে অস্বীকার করাও কুফরের অন্তর্ভূক্ত। আবার কেউ যদি হালালকে হরাম কিংবা হারামকে হালাল হিসেবে গ্রহণ করে, তবে তাও কুফর।