Img ট্যাগ কি? ব্যাখ্যা করো।

ওয়েব পেজে ইমেজ সংযোজনের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাই হলো <img> ট্যাগ। অ্যাট্রিবিউটসহ সিনট্যাক্সটি হলো– <img src = “url” align = ” ” width = ” ” height = ” ” vspace = ” ” hspace = ” ” alt = ” ” border = ” ” title = ” “>

এবার অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে ব্যাখ্যা করা হলো:
url : ইমেজটি কোথায় সংরক্ষিত আছে তার ঠিকানা।
align : ইমেজটি বা টেক্সট এর অবস্থান নির্দেশ করবে।

width : ইমেজের প্রস্থ কত হবে তা নির্দেশ করে।
height : ইমেজের দৈর্ঘ্য নির্দেশ করে।
vspace : ইমেজের উপরে বা নিচে অর্থাৎ লম্বালম্বি ভাবে ফাঁকা জায়গা প্রদর্শনের জন্য vspace ব্যবহৃত হয়।
hspace : ইমেজের বামে ও ডানে কী পরিমাণ জায়গা রাখতে চাই তা লেখার জন্য ব্যবহৃত হয়।
border : ইমেজের চারিদিকে কী পরিমাণ বর্ডার রাখতে চাই তা লেখার জন্য ব্যবহৃত হয়।
alt : ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে অল্টারনেট টেক্সট প্রদর্শন করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *