অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য ও উদাহরণ।

যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া (Irreversible process) বলে।
প্রকৃতিতে যে সমস্ত পরিবর্তন বা রূপান্তর নিজ থেকেই ঘটে সেগুলোকে স্বতঃস্ফূর্ত পরিবর্তন বলে,
যেমন- তাপ সবসময়ই উচ্চতর তাপমাত্রা থেকে নিম্নতর তাপমাত্রার দিকে প্রবাহিত হবে, বস্তু সবসময়ই উচু থেকে নিচুতে পড়তে থাকে। ঘটনা ঘটার পরবর্তীতে এর বিপরীত দিকে প্রত্যাবর্তন বা আদি অবস্থায় স্বাভাবিকভাবে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং প্রাকৃতিক প্রক্রিয়া মাত্রই একমুখী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।

অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য (Characteristics of irreversible process)

অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। সুতরাং প্রাকৃতিক প্রক্রিয়া মাত্রই অপ্রত্যাবর্তী। এই প্রক্রিয়ায় সংস্থা কখনই এটির প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা দেখায় না।

অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ (Example of irreversible process)
উদাহরণ-১ : দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হয় তা একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ হয় তাই তাপে রূপান্তরিত হয় এবং এ উৎপাদিত তাপকে কোনো প্রকারেই কাজে রূপান্তরিত করা যায় না।

উদাহরণ-২ : তাপমাত্রার পার্থক্য আছে এমন দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে রাখলে তাপ সবসময়ই অধিক তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে। কিন্তু কখনোই কম তাপমাত্রার বস্তু হতে অধিক তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে না। সুতরাং এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।

উদাহরণ-৩ : বৈদ্যুতিক রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তাপের সৃষ্টি হয়। এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *