পড়াশোনা
1 min read

নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে? নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার ও কি কি?

Updated On :

একক তড়িৎদ্বার বিভব সরাসরি নির্ণয়ের কোন পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয় নি। তাই তড়িৎদ্বার বিভব একটি প্রমাণ তড়িৎদ্বারের সাথে তুলনা করে আপেক্ষিকভাবে নির্ণয় করা হয়। কোন তড়িৎদ্বারের বিভব নির্ণয়ের জন্য এর সাথে অপর যে তড়িৎদ্বার যোগ করে কোষ গঠন করা হয় তাকে নির্দেশক তড়িৎদ্বার বলে।

নির্দেশক তড়িৎদ্বার দুই প্রকার। যথাঃ–
১. প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার (Primary Reference Electrode)
২. সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার (Secondary Reference Electrode)

১. প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার : যে তড়িৎদ্বারের বিভব সরাসরি নির্ণয় করা যায় তাকে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বলে। যেমনঃ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার।
২. সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার : যে নির্দেশক তড়িৎদ্বারের বিভব সরাসরি নির্ণয় করা যায় না, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করে কোষ গঠন করে তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয় তাকে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার বলে। যেমনঃ ক্যালোমেল ইলেকট্রোড, সিলভার-সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইনহাইড্রোজেন তড়িৎদ্বার ইত্যাদি।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
2/5 - (240 votes)