পড়াশোনা

অক্সিজেন (oxygen) কি? অক্সিজেনের ধর্ম

1 min read

অক্সিজেন একটি রাসায়নিক মৌল, যার প্রতীক O এবং পারমাণবিক সংখ্যা ৮। এর ইলেকট্রন বিন্যাস ২, ৮। এটি গ্রুপ IV মৌল এবং পর্যায় সারণিতে ২য় পর্যায়ে অবস্থিত।

অক্সিজেনের ধর্ম
ভৌত ধর্ম : অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। এটি পানিতে ঈষৎ দ্রবণীয়। তবে এ দ্রবণীয়তা অতি গুরুত্বপূর্ণ। পানিতে থাকা উদ্ভিদ ও প্রাণীসমূহ পানিতে দ্রবীভূত অক্সিজেন দ্বারাই তাদের শ্বাস-প্রশ্বাস চালায়।
রাসায়নিক ধর্ম : অক্সিজেন ঋণাত্মকধর্মী সক্রিয় মৌল। এর যোজনী দুই। এটি শক্তিশালী জারক। অবশ্য এটির অধিকাংশ বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় ঘটে। এটি বিভিন্ন ধাতু ও অধাতুর সাথে তীব্রভাবে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে।

5/5 - (31 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x