(৬ষ্ঠ অধ্যায়) ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন pdf

আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলেই কোনো দেশে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়।

৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন | আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। এই ব্যবস্থায় নাগরিকেরা একাধিক প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের যোগ্য প্রতিনিধি বেছে নেয়। এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে। ভোটের ফলাফলে জয়ী প্রার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকার গঠন, আইন প্রণয়ন ও শাসন পরিচালনায় অংশগ্রহণ করেন।

আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলেই কোনো দেশে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়।

বাংলাদেশের আইনসভার প্রাতিষ্ঠানিক নাম জাতীয় সংসদ ৷ এটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এর মূল নকশাকার। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয় এই ভবনে। তাই জাতীয় সংসদ ভবন হলো বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কেন্দ্রস্থল।


৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন 

সৃজনশীল প্রশ্ন ১ : এজাজ সাহেব নোয়াখালী-১ আসনের একজন প্রার্থী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার আশা পোষণ করছেন। তিনি খুব জোরালোভাবে জনগণের কাছে তার নির্বাচনি ঘোষণাপত্র তুলে ধরলেন। শেষ পর্যন্ত তিনি তার নির্বাচনি এলাকার সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সরকারের একজন মন্ত্রী হিসেবে শপথ নেন। তার এলাকার জনগণ আশা করে যে, তিনি ভবিষ্যতে এলাকার উন্নয়ন করবেন এবং অবকাঠামোগত অনেক কাজ হাতে নেবেন।

ক. নির্বাচন কী?
খ. রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কোনটি? ব্যাখ্যা কর। গ. এজাজ সাহেবের নির্বাচনি এলাকায় অনুষ্ঠিত নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর যে এজাজ সাহেবের নির্বাচনসহ অন্যান্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করবে? যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : আসলাম সাহেব ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্যপদে অংশগ্রহণ করলেন। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আসলাম সাহেবকে নির্বাচিত করলেন, অন্যদিকে করিম সাহেব মোটরসাইকেলের বিরাট মিছিল নিয়ে সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে যান। তাঁর পোস্টারে পোস্টারে এলাকায় দেয়াল ছেয়ে গেছে।

ক. বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনি এলাকা কয়টি?
খ. জেলা পরিষদের নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. আসলাম সাহেবের নির্বাচন পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. “করিম সাহেবের আচরণ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি— বক্তব্যটির মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : নির্বাচন জনগণ, রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের দুঃখ-দুর্দশার কথা জানেন এবং তা দূর করার সুযোগ পান। মোট কথা, নির্বাচনের মাধ্যমে কার্যত জনগণ রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক বিশ্বাস এবং আমাদের সংস্কৃতি বিষয়ে বিশদভাবে জানতে পারেন।

ক. পার্বত্য অঞ্চলে কয়টি জেলা আছে?
খ. জাতীয় পর্যায়ে কয় ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কী কী?
গ. সরাসরি নির্বাচনের যথার্থতা মূল্যায়ন কর এবং এটি সম্পর্কে তুমি কি জান? ব্যাখ্যা কর।
ঘ. ‘সু-প্রশাসন এবং দেশের কল্যাণ নির্ভর করে নির্বাচিত উপযুক্ত প্রার্থীর উপর”- উক্তিটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষক জনাব সঞ্চয় মিত্র ক্লাশ ক্যাপ্টেন নির্বাচন করার কথা বললে অনেকেই ক্যাপ্টেন হওয়ার আগ্রহ প্রকাশ করে । শ্রেণি শিক্ষক একটি ভোটের বাক্স বানিয়ে সকল শিক্ষার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। ভোট গণনা শেষে সামিয়া ১ম, সজল ২য় এবং রিমু ৩য় স্থান অধিকার করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে নির্বাচিতদের অভিনন্দন জানায়। এরপর যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছিল তারা একে অপরকে অভিবাদন জানায়।

ক. নির্বাচন কমিশন কী?
খ. আধুনিক গণতন্ত্রের ভিত্তি বলতে কী বোঝ?
গ. জনাব মিত্র এর ক্লাসের নির্বাচন প্রক্রিয়াটির ধরন-ব্যাখ্যা কর।
ঘ. প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে উল্লেখিত আচরণ গণতান্ত্রিক ভিতকে মজবুত করে’ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৫ : জুনায়েদ সাহেব এমন একটি স্থানীয় সরকার কাঠামোর প্রধান প্রতিনিধি যেখানে তার অধীনে নয়জন সাধারণ সদস্য আছে। অন্যদিকে তার ভাই হাসনাইন সাহেব নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা। তাকে গুরুত্বের সাথে অনেক কাজ করতে হয়।

ক. ভোট পদ্ধতি কত ধরনের?
খ. পরোক্ষ নির্বাচন বলতে কী বোঝায়?
গ. জুনায়েদ সাহেব যে স্থানীয় সরকার কাঠামোর প্রধান প্রতিনিধি তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, হাসনাইন সাহেবকে সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক কাজ করতে হয়? তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : ‘সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীরা তাদের দলনেতা বাছাইয়ের জন্য ভোট প্রদান করে। শ্রেণিশিক্ষকের উপস্থিতিতে অন্য দুই জন শিক্ষকের সহযোগিতায় দলনেতা বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। সবাই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করলেও নাবিলা নাসিমার নামে দ্বিতীয়বার ভোট প্রদান করতে গেলে শিক্ষক তাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেন।

ক. আধুনিক গণতন্ত্রের ভিত্তি কী?
খ. নির্বাচন বলতে কী বোঝায়?
গ. নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নাবিলার অপরাধের দণ্ড কী হওয়া উচিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত নির্বাচনটি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : আবীর নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট প্রদান করে। খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সে ভোট কেন্দ্রে যায় এবং লাইনে দাঁড়ায়। তারপর দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ভোট প্রদানের জন্য গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়৷

ক. ভোটাধিকার কীরূপ অধিকার?
খ. উপনির্বাচন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে আবীরের ভোটদান পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. কী কী যোগ্যতা থাকায় আবীর ভোটাধিকার প্রাপ্ত হয়েছে? আলোচনা কর।

সৃজনশীল প্রশ্ন ৮ : ইকবাল হোসেন টাঙ্গাইল-২ আসনের এমপি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি সংসদে গিয়ে জনগণের দাবি তুলে ধরেন। এলাকায় গিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করেন।

ক. আধুনিক গণতন্ত্রের ভিত্তি কী?
খ. প্রত্যক্ষ নির্বাচন বলতে কী বোঝ?
গ. ইকবাল হোসেন যে পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন তা ব্যাখ্যা কর।
ঘ. ইকবাল হোসেন যে পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন সেই পদ্ধতিতে সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যগণ নির্বাচিত হন না- এ বিষয়ে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : আবীর নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট প্রদান করে। খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সে ভোট কেন্দ্রে যায় এবং লাইনে দাঁড়ায়। তারপর দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ভোট প্রদানের জন্য গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়৷

ক. ভোটাধিকার কীরূপ অধিকার?
খ. উপনির্বাচন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে আবীরের ভোটদান পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. কী কী যোগ্যতা থাকায় আবীর ভোটাধিকার প্রাপ্ত হয়েছে? আলোচনা কর।

সৃজনশীল প্রশ্ন ১০ : ৫ জনাব ‘A’ স্থানীয় একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচনে জয়ী হবার জন্য তিনি দিন-রাত পরিশ্রম করে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তার ধারণা এই পদের জন্য তিনিই একমাত্র যোগ্য প্রার্থী।

ক. আধুনিক গণতন্ত্রের ভিত্তি কী?
খ. ভোটারের যোগ্যতা বর্ণনা কর।
গ. জনাব ‘A’ কোন ধরনের আচরণবিধি মেনে চলবেন বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
ঘ. জনাব ‘A’ -এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ম বিশ্লেষণ কর।


ANSWER SHEET

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *