পড়াশোনা
1 min read

সামাজিক পরিবর্তন বলতে কি বুঝায়?

সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবারা এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতকগুলো উপরি কাঠামো। যেমন– আইন-কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং, সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন।

Rate this post