দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো :
দ্রুতি
১. সরল বা বক্রপথে একক সময়ে অতিক্রান্ত দূরত্বই দ্রুতি।
২. দ্রুতি একটি স্কেলার রাশি।
৩. শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়।
৪. বেগের মানই হলো দ্রুতি।
৫. স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়।
বেগ
১. নির্দিষ্ট দিকে একক সময়ের অতিক্রান্ত দূরত্বই বেগ।
২. বেগ একটি ভেক্টর রাশি।
৩. মান ও দিক উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়।
৪. নির্দিষ্ট দিকে দ্রুতিই হলো বেগ।
৫. ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয়।