পড়াশোনা
1 min read

ফ্রিল্যান্সিং (Freelancing) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ফ্রিল্যান্সিং (Freelancing) বলতে কি বুঝায়?

উত্তরঃ ফ্রিল্যান্সিং বলতে এক ধরনের প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে উন্নত দেশগুলোর ভালো ভালো কোম্পানি তাদের নিজেদের দেশের কর্মীদের দুষ্প্রাপ্যতার কারণে আমাদের মত উন্নয়নশীল দেশের কর্মীদের ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই কাজ করার সুযোগ দেয়। ফলে অফিসে না গিয়েই কাজ করার সুযোগ রয়েছে। তবে ফ্রিল্যান্সের কাজ করার জন্য ধৈর্য্যের প্রয়োজন হয়।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিশ্বের দরবারে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ রয়েছে। ফলে বাংলাদেশে পড়াশুনা করে সরাসরি বিশ্বের নামকরা অনেক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান যেমন- মাইক্রোসফট, গুগল, ফেসবুক ইত্যাদি কোম্পানিতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে আমাদের দেশের অনেক দক্ষ কর্মী ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমেরিকা, কানাডা, ব্রিটেনের মতো দেশগুলোর বড় বড় কোম্পানিতে কাজ করছে।

ফ্রিল্যান্সের কাজ করার জন্য কোনটির প্রয়োজন?

উত্তরঃ ধৈর্য।

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির উপর দক্ষতা প্রয়োজন?

উত্তরঃ ইংরেজি।

Rate this post