পড়াশোনা
0 min read

মেলডি কাকে বলে? সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কী কী?

মেলডি কাকে বলে?
উত্তরঃ যদি কতগুলো শব্দ একের পর এক উৎপন্ন হয়ে একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে তবে তাকে মেলডি বা স্বরমাধুর্য বলে।

সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কী কী?
উত্তরঃ সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্যগুলো হলো–
  1. সমতল দর্পণে সৃষ্ট বিম্ব অসদ ও সোজা হয়। এরূপ বিম্বকে পর্দায় ফেলা যায় না।
  2. দর্পণ হতে লক্ষ্য বস্তুর দূরত্ব ও বিম্বের দূরত্ব সমান হয়।
  3. বিম্বের দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয়।
  4. বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে।
Rate this post