নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. Geography শব্দটির অর্থ কী?
ক. পৃথিবীর বর্ণনা
খ. পৃথিবীর গঠন
গ. পৃথিবীর পরিবেশ
ঘ. পৃথিবীর জন্মরহস্য
সঠিক উত্তর : ক
২. Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. ম্যাকনি খ. ইরাটোসথেনিস
গ. অ্যাকারাম্যান ঘ. সি সি পার্ক
সঠিক উত্তর : খ
৩. কোনটি জীব–ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসায়-বাণিজ্য পরিচালনা
খ. উদ্ভিদ ও জীবজন্তু
গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘ. শহরের ক্রমবিকাশ
সঠিক উত্তর : খ
৪. ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে —
i. প্রকৃতি
ii. শক্তি
iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৫. ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলেছেন কে?
ক. কার্ল রিটার
খ. ম্যাকনি
গ. রিচার্ড হার্টশোন
ঘ. ইরাটোসথেনিস
সঠিক উত্তর : ক
৬. Geo শব্দটির অর্থ কী?
ক. বর্ণনা খ. ভূ
গ. প্রকৃতি ঘ. পরিবেশ
সঠিক উত্তর : খ
৭. পরিবেশ প্রধানত কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. ছয় প্রকার
সঠিক উত্তর : ক
৮. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?
ক. সামাজিক পরিবেশ
খ. ভৌগোলিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. সাংস্কৃতিক পরিবেশ
সঠিক উত্তর : গ
৯. মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশ হলো —
ক. প্রাকৃতিক পরিবেশ
খ. ভৌগোলিক পরিবেশ
গ. সামাজিক পরিবেশ
ঘ. আধুনিক পরিবেশ
সঠিক উত্তর : গ
১০. পরিবেশের উপাদান কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : ক
১১. ‘ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান।’ — কে বলেছেন?
ক. হামবোল্ট খ. অ্যাকারম্যান
গ. কার্ল রিটার ঘ. ম্যাকনি
সঠিক উত্তর : ক
১২. ভৌত পরিবেশ ও এতে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে যে বিদ্যায়, তাকে কী বলে?
ক. প্রাকৃতিক ভূগোল
খ. সমাজবিদ্যা
গ. সমুদ্রবিদ্যা
ঘ. কার্যকর বিদ্যা
সঠিক উত্তর : ক
১৩. পৃথিবীর কত অংশ সমুদ্র?
ক. এক-চতুর্থাংশ খ. দুই-চতুর্থাংশ
গ. তিন-চতুর্থাংশ ঘ. চার-পঞ্চমাংশ
সঠিক উত্তর : গ
১৪. কোনটি ভূমিরূপবিদ্যার অন্তভুর্ক্ত?
ক. অশ্মমণ্ডলের উপবিভাগ
খ. নগ্নীভবন ও ক্ষয়ীভবনের ভূমিরূপ পরিবর্তন
গ. পৃথিবীর ভূপ্রকৃতি
ঘ. পৃথিবীর জলবায়ু
সঠিক উত্তর : খ
১৫. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক. বায়ুমণ্ডল খ. বারিমণ্ডল
গ. জলবায়ু ঘ. পশু পালন
সঠিক উত্তর : ঘ
১৬. বর্তমানে ভূগোলের সঙ্গে কী সম্পৃক্ত করে পড়ানো হয়?
ক. ভূত্বক খ. পরিবেশ
গ. গুরুমণ্ডল ঘ. জলবায়ু
সঠিক উত্তর : খ
১৭. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব জানতে কোনটি প্রয়োজন?
ক. ভূগোল ও পরিবেশ পাঠ
খ. গণিত পাঠ
গ. কৃষিশিক্ষা পাঠ
ঘ. সামাজিক বিজ্ঞান পাঠ
সঠিক উত্তর : ক
১৮. ‘পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্টে৵র যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।’ উক্তিটি কার?
ক. অ্যাকারমেন
খ. ইমানুয়েল কান্ট
গ. রিচার্ড হার্টশোন
ঘ. আলেকজান্ডার হামবোন্ট
সঠিক উত্তর : গ
১৯. ‘পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সব অবস্থার যোগফলকে বোঝায়।’ উক্তিটি কার?
ক. হামবোন্ট খ. অ্যাকরম্যান
গ. পার্ক ঘ. ইরাটোসথেনিস
সঠিক উত্তর : গ
২০. প্রকৃতির সব দান মিলেমিশে কী তৈরি হয়?
ক. ভূগোল খ. পরিবেশ
গ. সমাজ ঘ. সংস্কৃতি
সঠিক উত্তর : খ
২১. পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক. প্রাকৃতিক ভূগোল খ. ভূমিরূপ বিদ্যা
গ. জলবায়ুবিদ্যা ঘ. সমুদ্রবিদ্যা
সঠিক উত্তর : ক
২২. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের ওপর সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৮৬৫ খ. ১৮৯৫
গ. ১৯৫৫ ঘ. ১৯৬৫
সঠিক উত্তর : ঘ
২৩. অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে?
ক. ভূমিরূপ বিদ্যায় খ. মৃত্তিকা ভূগোলে
গ. নগর ভূগোল ঘ. জলবায়ু বিদ্যা
সঠিক উত্তর : খ
২৪. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে কী বলে?
ক. ভৌত পরিবেশ খ. সামাজিক পরিবেশ
গ. সাংস্কৃতিক পরিবেশ ঘ. রাজনৈতিক পরিবেশ
সঠিক উত্তর : ক
২৫. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা করে —
ক. পরিসংখ্যান ভূগোল খ. সামাজিক ভূগোল
গ. জনসংখ্যা ভূগোল ঘ. অর্থনৈতিক ভূগোল
সঠিক উত্তর : গ
২৬. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্য সম্বন্ধ তৈরি হয়?
ক. মিথস্ক্রিয়ার মাধ্যমে খ. বহিঃক্রিয়ার মাধ্যমে
গ. সমাপিকা ক্রিয়ার মাধ্যমে ঘ. অত্যন্ত দ্রুততার মাধ্যমে
সঠিক উত্তর : ক
২৭. ভূগোলবিদ ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী?
ক. ফ্রান্স খ. গ্রিস
গ. ইংল্যান্ড ঘ. জার্মান
সঠিক উত্তর : খ
২৮. ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই ভূগোল’ — উক্তিটি কে করেছেন?
ক. ই এ ম্যাকনি খ. ড্যাডলি স্ট্যাম্প
গ. কার্ল রিটার ঘ. রিচার্ড হার্টশোন
সঠিক উত্তর : খ
২৯. নিচের কোনটি সমুদ্রবিদ্যার আলোচিত বিষয় নয়?
ক. সমুদ্রপথে যোগাযোগ
খ. সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ
গ. সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা
ঘ. আবহাওয়ার ধরন
সঠিক উত্তর : ঘ
৩০. প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. পরিবেশ ঘ. সামাজিক
সঠিক উত্তর : খ
৩১. পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কী করে?
ক. সহজ করে খ. দুরূহ করে
গ. প্রভাবিত করে ঘ. একমুখী করে
সঠিক উত্তর : গ
৩২. মানুষের ক্রিয়াকলাপ তার পরিবেশে —
ক. মানানসই হয় না
খ. নানা পরিবর্তন ঘটায়
গ. নতুন কিছু সৃষ্টি করে
ঘ. উন্নতি ঘটায়
সঠিক উত্তর : খ
৩৩. প্রাকৃতিক পরিবেশ কী কী নিয়ে গঠিত হয়?
ক. প্রকৃতির জড় উপাদান নিয়ে
খ. প্রকৃতির জীব উপাদান নিয়ে
গ. জড় ও জীব উপাদান নিয়ে
ঘ. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে
সঠিক উত্তর : গ
৩৪. ভূগোলের সঙ্গে পরিবেশ কীভাবে জড়িত?
ক. অঙ্গাঙ্গিভাবে খ. বিপরীতভাবে
গ. উল্টোভাবে ঘ. আলতোভাবে
সঠিক উত্তর : ক
৩৫. মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করছে —
i. পৃথিবীর জলবায়ু
ii. পৃথিবীর প্রাকৃতিক সম্পদ
iii. সৌরজগতের বাইরের ঘটনাপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৩৬. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় যে উপাদান নিয়ে—
i. মাটি, পানি, বায়ু নিয়ে
ii. আলো, উদ্ভিদ, প্রাণী নিয়ে
iii. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৩৭. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়গুলো হচ্ছে —
i. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি
ii. সামাজিক জীবনের ওপর প্রভাব
iii. অর্থনৈতিক জীবনের ওপর প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৩৮. বাংলাদেশের দারিদ্র্যের কারণ চিহ্নিত করার জন্য একদল বিশেষজ্ঞ কাজ করছেন, যাঁদের প্রথম কাজ হলো প্রাকৃতিক পরিবেশ এ দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা। উক্ত বিশেষজ্ঞ দল যেটির প্রভাব বিশ্লেষণ করবে —
i. জলবায়ুর
ii. ভূপ্রকৃতির
iii. শিক্ষার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৩৯. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যৌক্তিক কারণ হলো —
i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
ii. নতুন নতুন আবিষ্কার
iii. চিন্তাধারার বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৪০. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্যে সমৃদ্ধ তৈরি হচ্ছে?
ক. বহিঃক্রিয়ার মাধ্যমে
খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ. অন্তঃক্রিয়ার মাধ্যমে
ঘ. দ্রুততার মাধ্যমে
সঠিক উত্তর : খ