পড়াশোনা
1 min read

সানফার্ন কি? চিংড়ি ও তারামাছের মধ্যে পার্থক্য কি?

সানফার্ন হচ্ছে Pteris (টেরিস)। বহুবর্ষজীবী, বীরুৎজাতীয় এ ফার্ন উদ্ভিদটি সাধারণত স্যাঁতস্যাঁতে, ঠান্ডা ও ছায়াঘন পরিবেশে জন্মে থাকে। পুরাতন ভগ্ন প্রাচীরের গায়ে এবং ফেলে রাখা ইটের স্তুপেও এদের জন্মাতে দেখা যায়। খোলা ও উন্মুক্ত জায়গায় জন্মাতে পারে বলে এদের সানফার্ন বলা হয়।

চিংড়ি ও তারামাছের মধ্যে পার্থক্য কি?
চিংড়ি আর্থ্রোপোডা পর্বের কিন্তু তারামাছ একাইনোডার্মাটা পর্বের প্রাণী। চিংড়ির দেহ খণ্ডায়িত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। অপরদিকে তারামাছের ক্ষেত্রে তা দেখা যায় না। তারামাছ নালিপদের সাহায্যে চলাচল করে, পক্ষান্তরে চিংড়ি উপাঙ্গের সাহায্যে চলাচল করে। চিংড়ির দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম কিন্তু তারামাছের দেহকে সমান পাঁচটি ভাগে ভাগ করা যায়।

Rate this post