স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন– শক + অব্দ = শকাব্দ, স্ব + অর্থ = স্বার্থ, রবি + ইন্দ্র = রবীন্দ্র, গিরি + ঈশ = গিরীশ, সতী + ইন্দ্র = সতীন্দ্র, শচী + ঈশ = শচীশ, কটু + উক্তি = কটুক্তি, লঘু + ঊর্মি = লঘূর্মি, ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব, নর + ইন্দ্র = নরেন্দ্র, পৌ + অক = পাবক, পিতৃ + আলয় = পিত্রালয়, মহা + ওষধি ইত্যাদি।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক) ব্যঞ্জন সন্ধি
খ) বিসর্গ সন্ধি
গ) অনুস্বার
ঘ) স্বরসন্ধি
সঠিক উত্তর : ঘ) স্বরসন্ধি
২। মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
ক) খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি
খ) খাঁটি বাংলা স্বরসন্ধি
গ) তৎসম স্বরসন্ধি
ঘ) তৎসম ব্যঞ্জন সন্ধি
সঠিক উত্তর : গ) তৎসম স্বরসন্ধি
৩। কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) কাঁচা + কলা = কাঁচকলা
খ) নাতি + বৌ = নাতবৌ
গ) বদ্ + জাত = বজ্জাত
ঘ) রূপা + আলি = রূপালি
সঠিক উত্তর : ঘ) রূপা + আলি = রূপালি
৪। ‘বিদ্যালয়’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বিদ্য + আলয়
খ) বিদ্যা + অলয়
গ) বিদ + আলয়
ঘ) বিদ্যা + আলয়
সঠিক উত্তর : ঘ) বিদ্যা + আলয়
৫। ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
ক) অ + অ
খ) অ + আ
গ) আ + আ
ঘ) আ + অ
সঠিক উত্তর : গ) আ + আ
৬। আ + আ = আ হয়— এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক) সদানন্দ
খ) কথামৃত
গ) দেবালয়
ঘ) প্রাণাধিক
সঠিক উত্তর : ক) সদানন্দ
৭। আ + আ = আ হয়— এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক) প্রাণাধিক
খ) কথামৃত
গ) রত্নাকর
ঘ) মহাশয়
সঠিক উত্তর : ঘ) মহাশয়
৮। ‘আ + ঈ = এ’ এ নিয়মের বাইরে কোনটি?
ক) মহেশ
খ) রমেশ
গ) ঢাকেশ্বরী
ঘ) গণেশ
সঠিক উত্তর : ঘ) গণেশ
৯। ‘মহেন্দ্র’ এর সন্ধি কোনটি?
ক) মহে + ইন্দ্র
খ) মহা + ইন্দ্র
গ) মাহা + ঈন্দ্র
ঘ) মহ + ইন্দ্র
সঠিক উত্তর : খ) মহা + ইন্দ্র
১০। ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর : ক) স্বরসন্ধি
১১। অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে–
ক) ঈ-কার হয়
খ) উ-কার হয়
গ) ও-কার হয়
ঘ) এ-কার হয়
সঠিক উত্তর : ঘ) এ-কার হয়
১২। ‘যথেষ্ট’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) যথ + ইষ্ট
খ) যথা + এষ্ট
গ) যথা + ইষ্ট
ঘ) যথা + ট
সঠিক উত্তর : গ) যথা + ইষ্ট
১৩। ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক) শুভ + অচ্ছা
খ) শুভ + এচ্ছা
গ) শুভ + ইচ্ছা
ঘ) শুভে + ইচ্ছা
সঠিক উত্তর : গ) শুভ + ইচ্ছা
১৪। স্বরসন্ধির ক্ষেত্রে ‘অ’-কারের পর ‘ই’-কার থাকলে উভয় মিলে ‘এ’-কার হয়। যেমন–
ক) শুভেচ্ছা
খ) যথেষ্ট
গ) মহেশ
ঘ) অতীত
সঠিক উত্তর : ক) শুভেচ্ছা
১৫। ‘অহরহ’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহঃ + রহ
খ) অহঃ + অহ
গ) অহঃ + অহঃ
ঘ) অহ + রহ
সঠিক উত্তর : খ) অহঃ + অহ
১৬। অহর্নিশ – সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহ + নিশ
খ) অহো + নিশা
গ) অহঃ + নিশা
ঘ) অহর + নিশ
সঠিক উত্তর : গ) অহঃ + নিশা
১৭। সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?
ক) প্রাতঃ + কাল
খ) শিরঃ + ছেদ
গ) শিরঃ + পীড়া
ঘ) মনঃ + কষ্ট
সঠিক উত্তর : খ) শিরঃ + ছেদ
১৮। বিসর্গযোগে সাধিত সন্ধিবদ্ধ শব্দ নয় কোনটি?
ক) নমস্কার
খ) আশীর্বাদ
গ) পুনরায়
ঘ) পরিষ্কার
সঠিক উত্তর : ঘ) পরিষ্কার
১৯। কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?
ক) অহরহ
খ) দুঃস্থ
গ) ভাস্কর
ঘ) নমস্কার
সঠিক উত্তর : গ) ভাস্কর