বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে।
পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাবগুলো ব্যাখ্যা করো।
পরিবেশদূষণের প্রভাব নিম্নরূপঃ
(ক) মানুষ, পরিবেশের, জীবজন্তুর ব্যাপক ক্ষতি সাধিত হয়।
(খ) মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যেমন—ক্যান্সার, শ্বাসকষ্ট, পানিবাহিত রোগ ইত্যাদি।
(গ) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে।
(ঘ) জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে।
(ঙ) অনেক জীবজন্তু পরিবেশ থেকে বিলুপ্ত হচ্ছে।