পণ্যের বণ্টনকারী শাখা কোনটি?
পণ্যের বন্টন করে শাখা হলো বাণিজ্য।
এতে শিল্পে উৎপাদিত পণ্যের বন্টন সংক্রান্ত প্রয়োজনীয় কাজ (ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরন, বীমা) অন্তর্ভুক্ত। কারণ, পণ্য উৎপাদনের পর তার কাছে পৌঁছানোর প্রয়োজন হয়। এতে পণ্যসামগ্রী ভক্তের কাছে পৌঁছানো পর্যন্ত বিপণনকারীকে বিভিন্ন বাধার (স্থানগত, সময়গত, ঝুঁকিগত, তথ্যগত প্রভৃতি) সম্মুখীন হতে হয়। সব বাধা দূর করে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়াই বাণিজ্যের কাজ।