ট্রিফয়েল কাকে বলে? ট্রিফয়েল চিহ্নটি কেন ব্যবহৃত হয়? – What is Trefoil?

তেজস্ক্রিয় রশ্মির সাংকেতিক চিহ্নকে ট্রিফয়েল (Trefoil) বলে।

এটি একটি আন্তর্জাতিক চিহ্ন যা দ্বারা তেজস্ক্রিয়তা বুঝানো হয়। কোনো বস্তুর গায়ে এ চিহ্ন লাগানো থাকলে বুঝতে হবে বস্তুটিতে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এ রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে এবং শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এ ধরনের তেজস্ক্রিয় রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য ট্রিফয়েল চিহ্নটি ব্যবহৃত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *