যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কী?

admin
1 Min Read

সূত্র : কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে। অর্থাৎ
গতিশক্তি + বিভব শক্তি = ধ্রুব

ব্যাখ্যা : কোনো একটি সিস্টেমে যদি সংরক্ষণশীল বল ক্রিয়া করে, তবে সেই সিস্টেমের যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। সে ক্ষেত্রে সিস্টেমের গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি অর্থাৎ যান্ত্রিক ধ্রুব থাকে। যদি সিস্টেমের গতিশক্তি হ্রাস পায়, তবে বিভব শক্তি বৃদ্ধি পায় আর যদি বিভবশক্তি হ্রাস পায় তবে গতিশক্তি বৃদ্ধি পায়। কিন্তু তাদের সমষ্টির কোনো পরিবর্তন হয় না।

Share this Article
Leave a comment
x