ক্ষারীয় মৃত্তিকা কাকে বলে? এর বৈশিষ্ট্য কি?

যে মৃত্তিকার pH এর মান ৭ এর বেশি সে মৃত্তিকাকে ক্ষারীয় মৃত্তিকা বলে। মাটিতে হাইড্রক্সিল আয়ন (OH-) এর পরিমাণ বেশি হলে মাটিতে ক্ষারত্বের সৃষ্টি হয়।

ক্ষারীয় মৃত্তিকার বৈশিষ্ট্য
i. এ মাটির pH এর মান ৭ এর বেশি হয়।
ii. এ ধরনের মাটিতে তামা, বোরন ও দস্তার অভাব দেখা দেয়।
iii. মাটিতে সোডিয়াম এর পরিমাণ অত্যধিক বেশি হয়। যার ফলে মাটি বিষাক্ত হয়ে যেতে পারে।
iv. ক্ষারীয় মাটিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে।
v. মাটিতে জৈব পদার্থ ও কর্দম কণার পরিমাণ কম থাকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *