সফটওয়্যার তৈরি করার নিয়ম কি? হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখ।

সফটওয়্যার তৈরি করা একেবারে সহজ নয় আবার খুব কঠিনও নয়। সফটওয়্যার তৈরি করতে চাইলে আপনাকে প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেমন: C++CJavascriptPythonJava ইত্যাদি। এগুলো ল্যাঙ্গুয়েজ শেখা অত্যান্ত কঠিন এই ল্যাঙ্গুয়েজ গুলো আপনি শিখতে পারলে তবেই Software তৈরি করতে পারবেন।

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখ।

যেসব ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় হার্ডওয়্যার। যেমন কি-বাের্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি। এদের সবাইকে স্পর্শ করা যায়। অপরদিকে সফটওয়্যার হলাে এক সেট নির্দেশনা যা কম্পিউটারকে কী কাজ করতে হবে তা বলে দেয়। এগুলাে হলাে বিভিন্ন প্রােগ্রাম যেমন- উইন্ডােজ ৯৮, উইন্ডােজ ২০০৩ ও ২০০৭ ইত্যাদি। হার্ডওয়্যার হলাে কম্পিউটারের দেহ এবং সফটওয়্যার হলাে কম্পিউটারের প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *