পড়াশোনা
1 min read

ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল কাকে বলে?

ট্রপোমণ্ডলঃ ভূ-পৃষ্ঠের সর্বনিম্ন স্তরটিকে ট্রপোমণ্ডল বলে। ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে শুরু হয় এবং প্রায় ১২ কিলোমিটার উচ্চতায় ট্রপোপজ পর্যন্ত বিস্তৃত, যদিও এই উচ্চতার তারতম্য ঘটে আবহাওয়ার কারণে যা মেরুতে প্রায় ৯ কিলোমিটার (৩০,০০০ ফুট) এবং বিষুবরেখায় প্রায় ১৭ কিলোমিটার (৫৬,০০০ ফুট)।
স্ট্রাটোমণ্ডলঃ ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বায়ু স্তরকে স্ট্রাটোমণ্ডল বলে।
মেসোমণ্ডলঃ স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কি.মি. পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে এই স্তরের উপরে তাপমাত্রি হ্রাস পাওয়া থেমে যায়।
তাপমণ্ডলঃ মেসোমণ্ডলের উপরে প্রায় ৫০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে তাপমণ্ডল বলে। এই বায়ু স্তরের অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ।
এক্সোমণ্ডলঃ তাপমণ্ডলের উপরে প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুর স্তর আছে , তাকে এক্সোমণ্ডল বলে। এই স্তরের হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য।
Rate this post