তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা ঐ বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। তাপমাত্রাকে তরলের মুক্ত তলের সাথে তুলনা করা যেতে পারে। তরল যেমন তার পরিমাণের উপর নির্ভরশীল না হয়ে উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হয়, তাপও তার পরিমাণের উপর নির্ভরশীল না হয়ে উঁচু তাপমাত্রা থেকে নিচু তাপমাত্রার দিকে প্রবাহিত হয়।
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন (K)।
এখানে যা শিখলাম–
তাপমাত্রা কি?; তাপমাত্রার একক কি?;