অন্তঃসলিলা নদী কাকে বলে?

অন্তঃসলিলা নদী হলো ভূ-অভ্যন্তরে নদীর ন্যায় প্রবাহিত পানির প্রবাহ। বৃষ্টিপাতের ফলে পানি নিচের দিকে যায়। কিন্তু মাটির নিচের কঠিন শিলা ভেদ করে পানি আর নিচে না যেতে পেরে ঐ শিলার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পৃথিবীর অভ্যন্তরে পানির এ প্রবাহকে অন্তঃসলিলা নদী বলে৷

ভূগোল (Geography) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ভূত্বক কাকে বলে?
উত্তর : পৃথিবীর বাইরের দিকের একটি পাতলা আবরণকে ভূত্বক বলে।

প্রশ্ন-২. দ্রাঘিমারেখা কাকে বলে?
উত্তর : নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে।

প্রশ্ন-৩. অশ্বমন্ডল কাকে বলে?
উত্তর : ভূ-অভ্যন্তরের গুরুমন্ডলের উপরের অংশকে অশ্বমন্ডল বা শিলামন্ডল বলে। এটা নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত।

প্রশ্ন-৪. তাপমণ্ডল কাকে বলে?
উত্তর : মেসোবিরতির ওপরের অংশকে তাপমণ্ডল বলে।

প্রশ্ন-৫. মেরুরেখা কাকে বলে?
উত্তর : পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে।

প্রশ্ন-৬. কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?
উত্তর : পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারিদিকে দ্রুতবেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানিরাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে। একেই কেন্দ্রাতিগ শক্তি বলে।

প্রশ্ন-৭. জ্যোতিষ্ক কাকে বলে?
উত্তর : মহাকাশের দিকে তাকালে আমরা চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি অসংখ্য আলোকবিন্দু দেখতে পাই, এগুলোকে জ্যোতিষ্ক বলে।

প্রশ্ন-৮. মৃত আগ্নেয়গিরি কাকে বলে?
উত্তর : যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিস্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতেও অগ্নুৎপাতের সম্ভাবনা নেই, সেগুলোকেই মৃত আগ্নেয়গিরি বলে। যেমন– ইরানের কোহিসুলতান।

প্রশ্ন-৯. পাদদেশীয় সমভূমি কাকে বলে?
উত্তর : পাহাড়ের পাদদেশে পলি সঞ্চয়ের মাধ্যমে যে পলল সমভূমির সৃষ্টি হয়, তাকে পাদদেশীয় সমভূমি বলে। যেমনঃ পলল পাখা।

প্রশ্ন-১০. ট্রপোমণ্ডল কাকে বলে?
উত্তর : ভূ-পৃষ্ঠের সর্বনিম্ন স্তরটিকে ট্রপোমণ্ডল বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *