সম চাপ, সমআয়তন, সমোষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে?
সম চাপ প্রক্রিয়াঃ যে প্রক্রিয়ায় কোনো গ্যাসীয় সিস্টেমের তাপমাত্রা ও আয়তনের পরিবর্তন ঘটে কিন্তু চাপ অপরিবর্তিত থাকে তাকে সম-চাপ প্রক্রিয়া বলে।
সমোষ্ণ প্রক্রিয়াঃ যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।
রুদ্ধতাপীয় প্রক্রিয়াঃ যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের আদান-প্রদান হয় না তাকে রুদ্ধতাপীয়া প্রক্রিয়া বলে।