আলোর ব্যতিচার কাকে বলে? আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন?

admin
1 Min Read

দুই বা ততোধিক আলোক তরঙ্গের পারস্পরিক উপরিপাতনের ফলে মাধ্যমে মধ্যে উজ্জ্বল বিন্দু ও অন্ধকার বিন্দু সৃষ্টির ঘটনাকেই আলোর ব্যতিচার বলে।

আলোর ব্যতিচারে সুসংগত আলােক উৎস ব্যবহার করা হয় কেন?
ব্যতিচারের জন্য প্রয়োজনীয় আলোক তরঙ্গগুলোর একই তরঙ্গদৈর্ঘ্য থাকতে হবে এবং আলােক তরঙ্গদ্বয় একই দশায় বা নির্দিষ্ট দশা-পার্থক্যে নিঃসৃত হতে হবে। উপরন্তু এ দশা পার্থক্য সব সময়ের জন্য বজায় থাকতে হবে। এ সকল বৈশিষ্ট্য কেবল সুসংগত আলােক উৎসে রয়েছে বিধায় আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয়।

Share this Article
Leave a comment
x