পড়াশোনা
1 min read

ইউনিক্স কি? ইউনিক্সের বৈশিষ্ট্য। What is UNIX in Bangla?

ইউনিক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোকম্পিউটারে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। মাল্টি টাস্কিং ও মাল্টি ইউজার একটি অপারেটিং সিস্টেমের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম খুবই উপযোগী। এ অপারেটিং সিস্টেমের অন্যতম বিশেষত্ব হচ্ছে ব্যবহারকারীর নির্দেশ ব্যতীত কোন প্রোগ্রাম রান করানো যায় না। ফলে এ অপারেটিং সিস্টেম কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে না।

ইউনিক্সের বৈশিষ্ট্য (Characteristics of Unix)

ইউনিক্সের বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলো:
১. সব ধরনের কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়।
২. মাল্টিটাক্সিং ও মাল্টিইউজার অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী।
৩. একসাথে অনেক ব্যবহারকারীকে কাজ করার সুবিধা দেওয়া যায়।
৪. নেটওয়ার্ক সিস্টেমের জন্য শক্তিশালী ও কার্যকরী।
Rate this post