বলবিদ্যার প্রাথমিক ধারণা।

admin
1 Min Read

বলবিদ্যা’ শব্দটির বিশ্লেষণ করলে এর অর্থ দাঁড়ায় বল সংশ্লিষ্ট জ্ঞান। সুতরাং বলবিদ্যা অধ্যায়ন করলে, বল কি, তার প্রকারভেদ এবং প্রয়োগ সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন সম্ভব। আমরা জানি প্রয়োজন, উদ্দীপনা ও উৎসাহ এই তিনটি বিষয়ের কারণেই মানুষ নতুন নতুন আবিষ্কার করে চলেছে। বর্তমান এই আধুনিক বিশ্বের অতি সহজসাধ্য দুইটি শব্দ হচ্ছে, বস্তুর স্থিতি ও গতি, এই শব্দযুগল সম্পর্কে গাণিতিক ধারণা পাওয়ার জন্য ‘বল’ সম্পর্কে জ্ঞান অর্জন অত্যাবশ্যক।

বলবিদ্যার প্রকারভেদ
বলবিদ্যা দুই প্রকার। যথাঃ স্থিতি বিদ্যা ও গতিবিদ্যা।

  • স্থিতিবিদ্যা : বলবিদ্যার যে শাখায় স্থির বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয়, তাকে স্থিতিবিদ্যা বলে।
  • গতিবিদ্যা : বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয়, তাকে গতিবিদ্যা বলে।

গতিবিদ্যা আবার দুই প্রকার। যথাঃ চলবিদ্যা ও সৃতিবিদ্যা।

  • চলবিদ্যা : গতিবিদ্যার যে শাখায় বস্তুর গতির উপর বলের প্রভাব আলোচনা করা হয়, তাকে চলবিদ্যা বলে।
  • সৃতিবিদ্যা : গতিবিদ্যার যে শাখায় বলের প্রভাবহীন বস্তুর গতি আলোচনা করা হয়, তাকে সৃতিবিদ্যা বলে।

 

Share this Article
Leave a comment
x