পড়াশোনা
1 min read

উন্নত দেশ (Developed country) বলতে কী বুঝায়?

Updated On :

উন্নত দেশ বলতে সেই সকল সার্বভৌম দেশকে বুঝায় যারা অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চতর প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচ্চ স্তর বা নির্দিষ্ট সীমারেখায় অবস্থানসহ স্বল্পোন্নত দেশসমূহ থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে। যেমনঃ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য।

এসব দেশকে অনেকে অধিক উন্নত দেশ নামে আখ্যায়িত করে থাকেন।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর : খ) ৩টি

২। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘ মেয়াদে অব্যাহত আছে এমন দেশকে কী বলে?
ক) উন্নত দেশ
খ) উন্নয়নশীল দেশ
গ) স্বল্পোন্নত দেশ
ঘ) অনুন্নত দেশ
সঠিক উত্তর : ক) উন্নত দেশ

৩। কোন ধরনের দেশে আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূলে?
ক) উন্নত দেশে
খ) উন্নয়নশীল দেশে
গ) স্বল্পোন্নত দেশে
ঘ) অনুন্নত দেশে
সঠিক উত্তর : ক) উন্নত দেশে

৪। উন্নত দেশে জ্ঞান বিজ্ঞান দ্রুত প্রসার লাভ করে কেন?
ক) প্রাকৃতিক সম্পদের জন্যে
খ) অর্থনৈতিক অবকাঠামোর জন্যে
গ) শিক্ষা প্রসারের জন্যে
ঘ) অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে
সঠিক উত্তর : গ) শিক্ষা প্রসারের জন্যে

৫। শিক্ষা প্রসারের ফলে কোনটি হয়?
ক) জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়
খ) প্রাকৃতিক নির্ভরতা বাড়ে
গ) নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়
ঘ) প্রযুক্তির খারাপ দিক জানা যায়
সঠিক উত্তর : খ) প্রাকৃতিক নির্ভরতা বাড়ে

৬। কোনটি উন্নত দেশ?
ক) ভারত
খ) সুইডেন
গ) তুরস্ক
ঘ) ব্রাজিল
সঠিক উত্তর : খ) সুইডেন

৭। উন্নত দেশের অর্থনীতির প্রকৃতি কীরূপ?
ক) কৃষিনির্ভর
খ) শিল্পনির্ভর
গ) বাণিজ্যনির্ভর
ঘ) প্রযুক্তিনির্ভর
সঠিক উত্তর : খ) শিল্পনির্ভর

৮। কোনটি উন্নত উৎপাদনের একটি বড় কারণ?
ক) বণ্টন ব্যবস্থার উন্নয়ন
খ) কৃতকৌশলের উন্নয়ন
গ) উন্নত যোগাযোগ ব্যবস্থা
ঘ) শিক্ষার উচ্চহার
সঠিক উত্তর : খ) কৃতকৌশলের উন্নয়ন

৯। কোন দেশে শ্রমিক তার ন্যায্য মজুরি পায়?
ক) অনুন্নত দেশে
খ) উন্নত দেশে
গ) স্বল্পোন্নত দেশে
ঘ) মধ্যম আয়ের দেশে
সঠিক উত্তর : খ) উন্নত দেশে

১০। উন্নত আর্থ-সামাজিক অবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক) জনসংখ্যা বৃদ্ধির হার সন্তোষজনক
খ) অভিজাত লোকদের জন্যে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা
গ) উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
ঘ) উচ্চ হারে শিক্ষা ব্যয় বহন
সঠিক উত্তর : খ) অভিজাত লোকদের জন্যে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা

১১। উন্নত দেশে জনসংখ্যার প্রকৃতি কীরূপ?
ক) নিয়ন্ত্রিত
খ) অনিয়ন্ত্রিত
গ) বৃদ্ধির হার বেশি
ঘ) বৃদ্ধির হার সন্তোষজনক
সঠিক উত্তর : ক) নিয়ন্ত্রিত

১২। উন্নত দেশের মাথাপিছু আয় অব্যাহতভাবে কেন বৃদ্ধি পায়?
ক) উন্নত প্রযুক্তির কারণে
খ) জনসংখ্যা নিয়ন্ত্রিত বলে
গ) প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি বলে
ঘ) উৎপাদন ব্যবস্থা খুব বেশি উন্নত
সঠিক উত্তর : গ) প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি বলে

১৩। উন্নত দেশ বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে কীরূপ সম্পর্ক গড়তে পারে?
ক) অনুকূল
খ) প্রতিকূল
গ) সামঞ্জস্যপূর্ণ
ঘ) সৌহার্দপূর্ণ
সঠিক উত্তর : ক) অনুকূল

Rate this post