ভরসংখ্যা কী? অণু ও পরমাণুর গঠন বর্ণনা করো।

ভরসংখ্যা কী?- জ্ঞানমূলক প্রশ্ন

উত্তরঃ কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিই হলো ঐ মৌলের ভরসংখ্যা।

অণু ও পরমাণুর গঠন বর্ণনা করো।- অনুধাবনমূলক প্রশ্ন

উত্তরঃ পৃথিবীতে যতগুলো পদার্থ আছে, তাদের প্রত্যেকটি কতগুলো অতি ক্ষুদ্র কণার সমষ্টি মাত্র। মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যে অণু দ্বারা পদার্থ গঠিত, সেই অণু ঐ পদার্থে বিদ্যমান থাকে।
অণুর ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে। অন্যভাবে বলা যায়, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণুর মধ্যে দুই ধরনের মূল কণিকা থাকে। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হলো পরমাণুর স্থায়ী কণিকা এবং পজিট্রন, নিউট্রিনো, এন্টি-নিউট্রিন, মেসন ও গ্রাভিট্রন হলো পরমাণুর অস্থায়ী কণিকা।
প্রোট্রন ও নিউট্রন একসাথে পরমাণুর কেন্দ্রে ভার সৃষ্টি করে। প্রোট্রন ও নিউট্রন যেখানে থাকে তাকে পরমাণুর নিউক্লিয়াস বলে। প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান এবং এদের মোট সংখ্যাকে পারমাণবিক ভর বা ওজন বলে। প্রোটনের ভর হাইড্রোজেনের ভরের সমান।
সুতরাং, পারমাণবিক ওজন = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা।
পরমাণু যে কোনো কক্ষের ইলেকট্রন সংখ্যা বের করতে 2n2 সূত্রটি ব্যবহার করতে হয়। যে কোনো কক্ষের ইলেকট্রন যদি E হয়, তবে ইলেকট্রন, E = 2n2 হবে। এখানে n = কক্ষ সংখ্যা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *