Modal Ad Example
পড়াশোনা

মহাদেশ কাকে বলে? মহাদেশ কয়টি ও কি কি? Continent in Bangla

1 min read

মহাদেশ কাকে বলে? (What is called Continent?)
পৃথিবীর বড় ভূখন্ড সমূহকে মহাদেশ (Continent) বলে। একই অঞ্চলে অবস্থিত অনেকগুলি দেশ নিয়ে মহাদেশ গঠিত হয়।

প্রত্যেকটি মহাদেশের মধ্যে থাকা দেশগুলির ধর্ম, ভাষা, প্রকৃতি সবকিছুই আলাদা হয়ে থাকে।

মহাদেশ কয়টি ও কি কি?
পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে। এই মহাদেশ গুলির মধ্যে আবার বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত রয়েছে। পৃথিবীর সাতটি মহাদেশের নাম হল–

১. এশিয়া (Asia)
২. ইউরোপ (Europe)
৩. আফ্রিকা (Africa)
৪. উত্তর আমেরিকা (North America)
৫. দক্ষিণ আমেরিকা (South America)
৬. ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া (Oceania or Australia) এবং
৭. অ্যান্টার্কটিকা (Antarctica)

মহাদেশ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Continent related Question and Answer in Bengali)

সবচেয়ে ছোট মহাদেশের নাম কি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। এই মহাদেশটির আয়তন ৭৬ লাখ ১৭ হাজার ৯৩০ বর্গ কিলোমিটার।

সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন হল ৪ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার বর্গকিলোমিটার।

সাদা মহাদেশ কাকে বলে ও কেন বলে?
উত্তরঃ অ্যান্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়। অ্যান্টার্কটিকা মহাদেশ অত্যন্ত শীতল হওয়ায় এই মহাদেশের অধিকাংশ স্থান সারাবছরই সাদা বরফের চাদরে ঢাকা থাকে। এবং এই কারণে মহাদেশটি দেখতে সাদা লাগে। এই জন্য এই মহাদেশটিকে সাদা মহাদেশ বলা হয়।

অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে?
উত্তরঃ আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এর কারণ হলো, এই অঞ্চলের গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা অনাব্য নদী, ঊষর মরুভুমি, অস্বাস্থ্যকর জলবায়ু এইসব কিছুই অধিবাসীদের প্রতিকূলতার কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়।

পৃথিবীর দ্বিতীয় মহাদেশ কোনটি?
উত্তরঃ পৃথিবীর দ্বিতীয় মহাদেশ আফ্রিকা।

পৃথিবীর তৃতীয় মহাদেশ কোনটি?
উত্তরঃ পৃথিবীর তৃতীয় মহাদেশ উত্তর আমেরিকা।

পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ আন্টার্কটিকা।

পৃথিবীর বৃহত্তম দেশের নাম কী?
উত্তরঃ রাশিয়া।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কী?
উত্তরঃ কানাডা।

পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কী?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।

কোন মহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে?
উত্তরঃ এশিয়া মহাদেশে।

পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কী?
উত্তরঃ লাম্বার্ট হিমবাহ।

কোন মহাদেশে সংখ্যায় সবচেয়ে বেশি দেশ রয়েছে?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে।

আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫৩ টি।

আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট কিলিমাঞ্জারো (৫৮৯৫ মিটার)।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কী?
উত্তরঃ মাদাগাস্কার।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কী?
উত্তরঃ ভিক্টোরিয়া হ্রদ।

আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ নীলনদ।

আফ্রিকা মহাদেশের দক্ষিণতম বিন্দু কোনটি?
উত্তরঃ আগুলহাস।

কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি তিনটি রেখা গিয়েছে?
উত্তরঃ আফ্রিকা মহাদেশ দিয়ে।

আফ্রিকার বৃহত্তম দেশের নাম কী? 
উত্তরঃ সুদান।

আফ্রিকা মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে?
উত্তরঃ নাইজেরিয়া দেশে।

আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
উত্তরঃ ভিনসন ম্যাসিফ (৫১৪০ মিটার)।

আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্র গুলির নাম কী?
উত্তরঃ মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী ও মাউন্ট ইন্দিরা।

এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন খাল?
উত্তরঃ সুয়েজ খাল ও লোহিত সাগর।

এশিয়ার শীতলতম স্থানের নাম কী?
উত্তরঃ সাইবেরিয়ার ভারখয়ানস্ক।

এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন পর্বত?
উত্তরঃ ইউরাল পর্বত।

এশিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কী?
উত্তরঃ চীন।

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট এলবুর্জ।

উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট ম্যাকেনলি।

উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কী?
উত্তরঃ রকি পর্বতশ্রেণী।

উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ মিসিসিপি মিসৌরি।

আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশে।

আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা।

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কী?
উত্তরঃ ব্রাজিল।

পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী?
উত্তরঃ তিব্বত মালভূমি।

আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র কোন ধরণের জলবায়ু অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

5/5 - (44 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x