পর্যায় সারণির মূল ভিত্তি পারমাণবিক সংখ্যা নয় কেন?
মৌলসমূহের পারমাণবিক সংখ্যাকে পর্যায় সারণির মূল ভিত্তি ধরলে কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে না। যেমন – প্রথম সারিতে মাত্র 2 টি মৌল, দ্বিতীয় ও তৃতীয় সারিতে মাত্র 8 টি মৌল, চতুর্থ ও পঞ্চম সারিতে 18 টি এবং ষষ্ঠ সারিতে 32 টি মৌলের অবস্থানের কারণ ব্যাখ্যা করতে পারে না। ষষ্ঠ ও সপ্তম সারিতে শুধুমাত্র গ্রুপ – 3 তেই 15 টি মৌল অবস্থানের কারণ পারমাণবিক সংখ্যা দ্বারা ব্যাখ্যা করা যায় না।
আবার, পর্যায় সারণির মৌলগুলোর যোজনী কেন বাম থেকে ডান দিকে বৃদ্ধি পেতে পেতে আবার কমতে শুরু করে এর ব্যাখ্যা পারমাণবিক সংখ্যা দ্বারা করা যায় না।
কাজেই পারমাণবিক সংখ্যা পর্যায় সারণির মূল ভিত্তি নয়।