পড়াশোনা

আয়োডিন কি? আয়োডিন এর ব্যবহার – What is iodine?

1 min read

আয়োডিন একটি রাসায়নিক মৌলিক পদার্থ, যার রাসায়নিক চিহ্ন বা প্রতীক I এবং এর পারমাণবিক সংখ্যা ৫৩। এটি পর্যায় সারণীর গ্রুপ-১৭-তে অবস্থিত একটি মৌল।

আয়োডিনের ব্যবহার

আয়োডিনের ব্যবহার নিম্নরূপঃ
১. গলগন্ড রোগের চিকিৎসায় আয়োডিন ব্যবহার করা হয়।
২. ঔষধ ও আয়োডোফরম তৈরিতে আয়োডিন ব্যবহার করা হয়।
৩. জীবাণুনাশক হিসেবে ও পচন রোধক হিসেবে টিংচার আয়োডিন ব্যবহার করা হয়।
৪. বিভিন্ন আয়োডিন লবন ও কতিপয় রঞ্জক পদার্থ তৈরিতে আয়োডিন ব্যবহার করা হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আয়োডিন কি? আয়োডিন এর ব্যবহার – What is iodine?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
5/5 - (26 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x