জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ কলেজ চয়েজের রেজাল্ট ২০২২

সার্ভার সমস্যা ছাড়া রেজাল্ট দেখুন এখান থেকে login করে।

Login

Login করার সময় ভর্তি রোল এবং Pin দিয়ে প্রবেশ করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি মেধাতালিকা ২০২২ রেজাল্ট National University Admission Merit List Result 2022। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির মেধাতালিকা আগামী সোমবার (২০ জুন) প্রকাশিত হবে। আর ২৭ জুনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বুধবার (১৫ জুন) এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন। আমরা শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরির কাজ শুরু করেছি। ৫ লাখের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। তালিকা তৈরিতে তাই কিছুটা সময় লাগবে। আগামী ২০ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। আর ২৭ জুনের মধ্যে তাদের ভর্তি শেষ করা হবে। এরপর জুলাইয়ের শুরুতে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

রেজাল্ট দেখুন http://app1.nu.edu.bd/ 

 

সার্ভার সমস্যা ছাড়া রেজাল্ট দেখুন এখান থেকে login করে।

Login

Login করার সময় ভর্তি রোল এবং Pin দিয়ে প্রবেশ করবেন।

২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে।

মেসেজ করে Honours Admission ফলাফল দেখতে টাইপ করুন:

NU ATHN এবং Roll লিখে পাঠিয়ে দিন: 16222 নাম্বারে।

যেমন: NU ATHN 874533 পাঠাতে হবে 16222 নাম্বারে।

ভর্তি চলবে: ২৭ জুন পযর্ন্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনে ক্লাস শুরু হবে: ৩রা জুলাই।

National University Honours Admission Result 2021-2022 Merit List Released ফল প্রকাশের পর থেকে ২৮ জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ-ইন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগ-ইন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

জানা গেছে, গত ২২ মে বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৯ জুন রাত ১২টা পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া চলে। ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে সর্বমোট ৫ লাখ ৪৮ হাজার ৪২৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৬০ হাজার ৮৮৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ১২ হাজার ৭৬৫ এবং মানবিকে ২ লাখ ৭৪ হাজার ৭৮২টি আবেদন পড়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পড়ানো হয় ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬১৭টি। স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন আছে ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *