👉আবেদন তো করা শেষ এবার কাজ হচ্ছে আপনাদের আবেদন কলেজ রিসিভ করলো কি না , না করলে ১ বছর গ্যাপ !
আবেদন রিসিভ করলে কলেজ থেকে মেসেজ পাবেন অনেক সময় মেসেজ আসে না তাই রুল আর পিন দিয়ে NU website দেখুন রিসিভ করলে ফলাফল জন্য অপেক্ষা করুণ আর রিসিভ না করলে সরাসরি কলেজে আবেদন পেপার নিয়ে হাজির হউন,
👉আবেদন শেষ হওয়া ১ সপ্তাহে মধ্যে ১ম মেরিট প্রকাশ করবে আশা করা যাচ্ছে ২০ তারিখের মধ্যে প্রথম মেরিট দিবে, ফলাফল মোবাইলে মেসেজ আসে আবার আসে ও না নিজকে রুল আর পিন দিয়ে সাইটে চেক করতে হবে ১ম মেরিট যাদের আসবে ৮/৯ দিন ভর্তির জন্য সময় দিবে!
👉১ম মেরিট যাদের আসবে না তাদের আবার ২য় মেরিট প্রকাশ করবে ১ম মেরিট ভর্তি সম্পন হওয়ার পর ৷ ১ম মেরিট যাদের আসবে ২য় মেরিট তাদের আসবে না৷ ২য় মেরিট ৮/৯ দিন ভর্তি সময় দিবে, ১ম মেরিট আসছে ২য় মেরিট আপনি ভর্তি হতে পারবেন না , নিদিষ্ট সময় মধ্যে ভর্তি হতে হবে।
👉২য় মেরিট পরে কোটা ফলাফল দিবে,যারা মুক্তিযুদ্ধ কোটা /প্রতিবন্ধী আবেদন করছেন শুধু তাদের কোটা ফলাফল দিবে আলাদা ভাবে তাদের ১ম বা ২য় মেরিট ফলাফল দিবে না কোটা আসা বিষয় মাইগ্রেশান করা যাবে না ১ম &২য় মেরিট মাইগ্রেশন করতে পারবে, মাইগ্রেশন সম্পর্কে আমার পোষ্ট আছে পড়ে নিবেন৷
👉১ম
২য়& কোটা যাদের আসবে না তারা ২য় বার আবার আবেদন করতে পারবেন ৫ টি কলেজে আপনার ইচ্ছা অনুসারে, যাকে রিলিজ স্লিপ বলে রিলিজ ২ বার দেওয়া হয় ১ম রিলিজ ৫টি কলেজ আবেদন করতে পারবেন পূর্বের কলেজ ও দিতে পারবেন ১ম রিলিজ না আসলে ২য় রিলিজ আবার আবেদন করতে পারবেন ৫ টি কলেজ ২য় রিলিজ না আসলে আর ভর্তি হতে পারবেন না,
#অনার্স_ভর্তি_হতে_যেসব_কাগজপত্র_লাগবে
👉অনলাইনে পূরণকৃত মূল আবেদন ফরম – ২ কপি (একটি কলেজ কপি এবং অন্যটি স্টুডেন্ট কপি)
👉পাসপোর্ট সাইজ ছবি ৪টি এবং পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
👉SSC বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট – মূলকপি সহ ফটোকপি ২ টি
👉HSCবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট – মূলকপি সহ ফটোকপি ২ টি
👉SSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ কপি।
👉HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ কপি।
👉পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০১৯ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য অপশনাল )
👉কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
#অনার্স_ভর্তি_হতে_কত_ফি_লাগবে
আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কোনো কলেজে ভর্তি হোন তাহলে সর্বনিম্ন ৪০০০/- টাকা এবং সর্বোচ্চ ৫০০০/- টাকা লাগবে আর যদি কোনো বেসরকারি কলেজে ভর্তি হতে চান তাহলে সর্বনিম্ন ৭০০০/- টাকা এবং সর্বোচ্চ ২০,০০০/- টাকা লাগতে পারে।
🚩আপনার অজনা প্রশ্ন আমাদের জানাতে পারেন
👉যারা অর্নাস ভর্তি হতে পারবেন না তারা প্রফেশনাল অর্নাস আবেদন করতে পারবেন যা জেনারেল অর্নাস থেকে ও ডিমান্ড বেশি 🙂 খরচ বেশি শুধু মাত্র বেসরকারি কলেজে করানো হয় জেনারেল অর্নাস ভর্তি সম্পূন হলে প্রফেশনাল অর্নাস আবেদন শুরু হবে৷
ধন্যবাদ
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের সাজেশন