জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের পার্থক্য

#জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের
পার্থক্য………

#ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে CGPA 4
পাওয়া একজন ছাত্রের সংজ্ঞা হল,
‘একজন মেধাবী ছাত্র। দেশের গর্ব।
দেশের প্রতি তার অনেক দায়িত্ব’।

#একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের CGPA 4
পাওয়া একজন ছাত্রের সংজ্ঞা হল,
‘একজন মেধাবী ছাত্র। তার পরিবারের
প্রতি তার অনেক দায়িত্ব’।
#আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের CGPA 3.75
পাওয়া একজন ছাত্রের সংজ্ঞা হল,
‘জীবন যুদ্ধে হার না মানা এক আগুন
পাখি’।

আমার এ কথা বলার কারণ, জাতীয়
বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আর অন্য
পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের
জীবনের মধ্যে হাজার গুণ তফাৎ।
#আপনাদের কাছে জীবন মানে একটি সবুজ
ক্যাম্পাস অথবা একটি এয়ার কন্ডিশন
ক্লাস রুম, কিছু চেনা মুখ,

এসাইনমেন্ট,
প্রেজেন্টেশন। আর আমাদের কাছে
জীবন মানে পাবলিক বাস, একটি কলেজের
ক্লাশ রুম আর প্রাইভেট টিচার!.
আপনাদের কাছে একটা ব্যস্ততাময়
সকাল শুরু হয় শিশির ভেজা সবুজ ক্যাম্পাসের
ক্যান্টিনে চায়ের কাপে চামচ নাড়ার
টং টং শব্দে।

#একটা প্রাইভেট ভার্সিটির
ছাত্রের সকাল শুরু হয় ব্রেকফাস্ট
সাজানো ডাইনিং টেবিলে। আর
আমাদের কাছে সকাল শুরু হয়, রাস্তার
পাশের ওই টং এর সিটে বসে চায়ের
কাপ হাতে পাবলিক বাসের দিকে
তাকিয়ে থেকে। কোন বাসটাতে বসার জন্য
একটা সিট খালি পাওয়া যায়। আমরা কখনোই
ভার্সিটির বাসের জন্য অপেক্ষা করার
সুযোগ পাই না।

#হ্যা আমরা পাবলিকে চান্স না পেয়ে
এই খানে আসি।প্রাইভেটের খরচ
সামলানোর ক্ষমতা আমাদের বাবাদের
নেই। তাই পরিবারের প্রতি আমাদের
দায়িত্বটা শতগুণ বেশি। আপনাদের উভয়
পক্ষের জীবন সুনিশ্চিত।

আমাদের
কাছে জীবন অনিশ্চিত। আমাদের কেউ টিউশন
দেয় না। তাই আমরা কখনো টিউশনের
টাকা জমিয়ে নতুন মডেলের ফোন না
পকেটে নেওয়ার স্বপ্ন দেখতে পারি
না। আমরা কখনো ছোট বোনের পড়ার খরচ
চালানোর টাকাটা নিজের পকেট
থেকে দিতে পারি না।

#আমরাই সেই হতভাগা ছাত্র, যারা
বিশ্ববিদ্যালয়ে পড়ি অথচ কখনো
প্রেজেন্টেশন ক্লাসের স্বাদ পাই না।
হ্যা, আমরা আপনাদের মত কথায় কথায়
ইংরেজি বলতে পারি না। আমরা
শিখতে চাই। অধিকার আমাদেরও আছে। কিন্তু
জীবন আমাদের থামিয়ে দেয়। আমরা
আপনাদের মত ক্লাসের মজাটা পাই
না।

#আমাদের একটু বেশি জানার জন্য
দৌড়াতে হয় প্রাইভেটে। আমরাই
তারা, যারা কখনোই জানতেই পারি না
আমার পরীক্ষার খাতাটা কে কাটে, কে
আমাদের প্রশ্ন করে। তাই আমদের
সিজিপিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *