Modal Ad Example
পড়াশোনা

ট্যালি প্রোগ্রাম কি? What is Tally program in Bengali/Bangla?

1 min read

ট্যালি হচ্ছে ভারতের ট্যালি সলিউশন (Tally Solutions) কর্তৃক তৈরিকৃত একটি একাউন্টিং প্যাকেজ প্রোগ্রাম। ব্যবসায়ের সব ধরনের হিসাব-নিকাশ ট্যালির মাধ্যমে করা যায়। ১৯৮৬ সালে শ্রী এসএস গোয়িনকা Peutronics Pvt. Ltd. নামে ব্যবসা শুরু করেন।

তিনি তার ছেলে শ্রী ভারতকে তার প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণ করার জন্য সফটওয়্যার তৈরি করার দায়িত্ব অর্পণ করেন। মাসের পর মাস গভীর গবেষণা ও মনোনিবেশ, মেধা ও শ্রম ব্যয় করে শ্রী ভারত তার বাবার প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপনার জন্য “ট্যালি সলিউশন” নামে একটি প্যাকেজ তৈরি করেন।

প্রথমে নিজস্ব প্রতিষ্ঠানে সফলভাবে ব্যবহার করার পর তাদের অনেক ক্লায়েন্ট এ সফটওয়্যারটি ব্যবহারের আগ্রহ দেখায়। এভাবে পিতা-পুত্র ট্যালির বাণিজ্যিক গুরুত্ব বুঝতে পেরে Peutronics Pvt. Ltd. কোম্পানিকেই “ট্যালি সলিউশন” নামক কোম্পানিতে রূপান্তর করেন। তখন থেকে শুরু হয় ট্যালির বাণিজ্যিক অগ্রযাত্রা এবং ভারতের প্রধান এ্যাকাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে।

দীর্ঘ ২২ বছর ধরে “ট্যালি সলিউশন” গ্রাহকদের চাহিদা মূল্যায়ন করে এর মান উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। নিত্য নতুন ফিচার ও সার্ভিস সংযোজন ও উন্নত গ্রাহক সেবা প্রদান করে ট্যালিকে বিশ্বমানের এ্যাকাউন্টিং প্যাকেজে উন্নীত করা হয়েছে। আধুনিক মার্কেটিং এবং সফটওয়্যার হিসাবে সহজ হিসাব ব্যবস্থাপনার জন্য ট্যালির ব্যবহার দ্রুত পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে যে বর্তমান পৃথিবীর নব্বইটির বেশি দেশে ২০ লাখেরও বেশি ট্যালি ব্যবহারকারী রয়েছে।

ট্যালির ফিচারসমুহ

প্রথম দিকে কেবলমাত্র হিসাব রক্ষণের জন্য ট্যালি তৈরি করা হলেও পরবর্তীতে আধুনিক হিসাব ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রোডাক্ট সংযোজন করে সমৃদ্ধ করা হয়েছে। ট্যালিতে যে সকল ফিচার সংযোজন করা হয়েছে তা নিম্নরূপ–

• Accounting Management

• Cost/Profit Centres Management

• Payroll, Invoicing and Budget

• Cheque Printing

• Stock Group, Stock Category and Stock Items and Stock Valuation Calculation

• Printing Daily Breakup

• Inventory Management

• Operations Audit

• Tax Deducted at Sources (TDS) and Tax Collected at Sources (TCS)

• Value Added Tax (VAT) and Service Tax

• E-mail Capability and Web Publishing

• Distributed and Encrypted Data

• Data Connectivity

• POS (Point of Sale)

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x