পড়াশোনা

অ্যালিসাইক্লিক যৌগ কি? শিল্পক্ষেত্রে মিথান্যালের গুরুত্ব লিখ।

1 min read

অ্যালিসাইক্লিক যৌগ হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এদেরকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা: সম্পৃক্ত অ্যালিসাইক্লিক ও অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ।

শিল্পক্ষেত্রে মিথান্যালের গুরুত্ব লিখ।

(i) রসায়ন শিল্পে ফেনল মিথান্যাল প্লাস্টিক বা ব্যাকেলাইট নামক প্লাস্টিক ও ইউরিয়া ফরম্যালডিহাইড প্লাস্টিক বা ফরমিকা প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

(ii) ফরম্যালডিহাইডের 40% জলীয় দ্রবণের বাণিজ্যিক নাম ফরমালিন; এটি জীবাণুনাশক। তাই পরীক্ষাগারে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ সংরক্ষণে তা ব্যবহৃত হয়।

(iii) আয়না প্রস্তুতিতে বিজারক হিসেবে, রঞ্জক দ্রব্যের শিল্পোৎপাদনে, ওষুধ প্রস্তুতিতেও ফরম্যালডিহাইড বা মিথান্যাল ব্যবহৃত হয়।

(iv) এছাড়া বাতজ্বর ও মূত্রাশয়ের রােগের ওষুধ হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

3/5 - (4 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment