BCS

46 BSC Preliminary Question Solution pdf |৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান 2024

1 min read

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সঠিক সমাধানের পোষ্টে আপনাদের সবাইকে স্বাগতম । আপনারা সবাই জানেন যে ২০২৪ সালের বিসিএসের ৪৬ তম প্রিলিমিনারি পরিক্ষা আজ ২৬-০৪-২০২৪ তারিখে সকাল ১০টায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে । এখন আপানারা যদি এই বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্নের সমাধান এবং সমাধানের pdf পেতে চান তাহলে এই ব্লগ পোষ্টটি আপনারি জন্য ।

বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান কেন প্রয়োজনঃ যেহেতু বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সমাধানের কোন বিকল্প নেই।তাই বিসিএস প্রস্তুতি শুরু করার প্রাথমিক পর্যায়েই আমরা পরীক্ষার্থীদের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। কারণ বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করলেই বিসিএস পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা পাওয়া যায় যা পরবর্তীতে বিসিএস প্রস্তুতিকে অনেক সহজ করে তুলে।

পরীক্ষার তারিখঃ২৬ এপ্রিল ২০২৪
পরীক্ষার সময়সূচীঃসকাল ১০-১২টা
মোট নম্বরঃ ২০০
মোট আবেদনকারীঃ৩,৩৮,০০০ জন ।

 

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান পিডিএফ সহ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

46 bcs preliminary question solution pdf

 

বাংলা অংশের সমাধান

১.বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?

ক. আ

খ. এ
গ. উ
ঘ. ও

উত্তরঃ গ. উ

২. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ –

ক. তৎসম  খ. তদ্ভব

গ. দেশি খ. তদ্ভব ঘ. বিদেশি

উত্তরঃ গ. দেশি

৩. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা-

ক. মুহম্মদ আবদুল হাই
খ. মুহম্মদ শহীদুল্লাহ্
গ. মুনীর চৌধুরী
ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তরঃ ক. মুহম্মদ আবদুল হাই

৪. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?

ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

উত্তরঃ খ. ২টি

৫. যোগরূঢ় শব্দ কোনটি?

ক. কলম
খ. মলম
গ. বাঁশি
ঘ. শাখামৃগ

উত্তরঃ ঘ. শাখামৃগ

৬. উপসর্গযুক্ত শব্দ-

ক. বিদ্যা
খ. বিদ্রোহী
গ. বিষয়
ঘ. বিপুল

উত্তরঃ খ. বিদ্রোহী

৭. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?

ক. সরোবরে
খ. চশমা
গ. সরোজ
ঘ. চম্পক

উত্তরঃ ক. সরোবরে

৮. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?

ক. ভাইবোন
খ. রাজপথ
গ. বকলম
ঘ. ঐকিক

উত্তরঃ ঘ. ঐকিক

৯. ‘শিরশ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-

ক. শির+ছেদ
খ. শিরঃ+ছেদ
গ. শিরশ্+ছেদ
ঘ. শির+উচ্ছেদ

উত্তরঃ খ. শিরঃ+ছেদ

১০. ‘নীলকর’ কোন সমাসের দৃষ্টান্ত?

ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. নিত্য
ঘ. উপপদ তৎপুরুষ

উত্তরঃ ঘ. উপপদ তৎপুরুষ

১১. ‘Pedagogy’ শব্দের পরিভাষা-

ক. সহশিক্ষা
খ. নারীশিক্ষা
গ. শিক্ষাতত্ত্ব
ঘ. শিক্ষানীতি

উত্তরঃ গ. শিক্ষাতত্ত্ব

১২. ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. বন্ধুর
গ. সুষম
খ. অসম
ঘ. ঋজু

উত্তরঃ ঘ. ঋজু

১৩. বাংলা একাডেমি ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়?

ক. ১৯৯০
খ. ১৯৯২
গ. ১৯৯৪
ঘ. ১৯৯৬

উত্তরঃ খ. ১৯৯২

১৪. কোন বানানটি শুদ্ধ?

ক. মুলো
খ. মুলা
গ. ধুলি
ঘ. ধূলো

উত্তরঃ ক. মুলো এবং খ. মুলা দুইটাই সঠিক

১৫. নদী’র সমার্থ শব্দ কোনটি?

ক. সিন্ধু
খ. হিল্লোল
গ. তটিনী
ঘ. নির্ঝর

উত্তরঃ গ. তটিনী

১৬. চর্যাপদের কবিরা ছিলেন-

ক. মহাঘানী বৌদ্ধ
খ. বজ্রঘানী বৌদ্ধ
গ. বাউল
ঘ. সহজঘানী বৌদ্ধ

উত্তরঃ ঘ. সহজঘানী বৌদ্ধ

১৭. ‘শূন্যপূরাণের’ রচয়িতা-

ক. রামাই পণ্ডিত
খ. হলায়ুধ মিশ্র
গ. কাহ্নপা
ঘ. কুক্কুরীপা

উত্তরঃ ক. রামাই পণ্ডিত

১৮. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?

ক. শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
খ. বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
গ. চর্যাপদের প্রাপ্তিস্থান 

ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

উত্তরঃ ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

১৯.’যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।’ কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?

ক. নূরনামা
গ. মধুমালতী
খ. নসিহতনামা
ঘ. ইউসুফ-জুলেখা

উত্তরঃ ক. নূরনামা

২০. আলাওল কোন শতাব্দীর কবি?

ক. পঞ্চদশ
গ. সপ্তদশ
খ. ষোড়শ
ঘ. অষ্টাদশ

উত্তরঃ গ. সপ্তদশ

২১. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?

ক. রবীন্দ্র সংগীত
খ. নজরুল সংগীত
গ. ভাটিয়ালি গান
ঘ. বাউল গান

উত্তরঃ ঘ. বাউল গান

২২.চণ্ডীচরণ মুন্সী কে?

ক. শ্রীরামপুর মিশনের লিপিকার
খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
গ. কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ঘ. সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক

উত্তরঃ খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত

২৩. ‘রত্নপরীক্ষা’ গ্রন্থের রচয়িতা-

ক. রামমোহন রায়
খ. অক্ষয়কুমার দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাধানাথ শিকদার

উত্তরঃ গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৪. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-

ক. দ্বারকানাথ ঠাকুর
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. রথীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ খ. দেবেন্দ্রনাথ ঠাকুর

২৫. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?

ক. কমলাকান্ত
খ. লোকরহস্য
গ. মুচিরাম গুড়ের জীবনচরিত
ঘ. যুগলাঙ্গুরীয়

উত্তরঃ ক. কমলাকান্ত

২৬, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক-

ক. জশুয়া মার্শম্যান
খ. ডেভিড হেয়ার
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত 

উত্তরঃ ঘ. মাইকেল মধুসূদন দত্ত 

২৭. ‘রঞ্জন’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?

ক. বিসর্জন
গ. মুক্তধারা
খ. রক্তকরবী
ঘ. ডাকঘর

উত্তরঃ খ. রক্তকরবী 

২৮. ‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন-

ক. সুকুমার রায়
গ. শিবনারায়ণ রায়
খ. রমেশচন্দ্র মজুমদার
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

২৯. ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যের রচয়িতা-

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অমিয় চক্রবর্তী
খ. বিষ্ণু দে
ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ খ. বিষ্ণু দে

৩০. ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’- গানটির রচয়িতা-

ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. জসীমউদ্দীন
ঘ. আব্বাস উদ্দীন আহমদ

উত্তরঃ ক. কাজী নজরুল ইসলাম

৩১. শামসুর রাহমানের রচিত উপন্যাস-

ক. পতঙ্গ পিঞ্জর
খ. প্রেম একটি লাল গোলাপ
গ. রৌদ্র করোটিতে
ঘ. অদ্ভুত আঁধার এক
উত্তরঃ ঘ. অদ্ভুত আঁধার এক
 
৩২. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
ক.অস্তিত্ববাদ
খ. অভিব্যক্তিবাদ
গ. পরাবাস্তববাদ
ঘ. দ্বৈতাদ্বৈতবাদ
উত্তরঃ ঘ. দ্বৈতাদ্বৈতবাদ
 
৩৩. ‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্থের কবি –
ক.আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. আবুল হাসান
ঘ. আবুল হোসেন
উত্তরঃ গ. আবুল হাসান
 
৩৪. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
 
ক. জ্যোতিপ্রকাশ দত্ত
খ. রিজিয়া রহমান
গ. শহীদুল জহির
ঘ. দিলারা হাশেম
উত্তরঃ গ. শহীদুল জহির
 
৩৫. ‘একুশ মানে মাথা নত না করা’ -এই অমর পঙ্ক্তির রচয়িতা-
 
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. আবুল ফজল
গ. মুনীর চৌধুরী
ঘ. সিরাজুল ইসলাম চৌধুরী
উত্তরঃ খ. আবুল ফজল
 

সাধারণ বিজ্ঞান

১. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?

ক. জলীয় বাষ্প 
খ. কার্বন ডাইঅক্সাইড 
গ. মিথেন 
ঘ. নাইট্রিক অক্সাইড (NO)
উত্তরঃ ঘ. নাইট্রিক অক্সাইড (NO)
 
২. জলীয় দ্রবণে PH এর সর্বোচ্চ মান কোনটি?
ক. ৭
খ. ১০
গ. ১৪
ঘ. ২০
উত্তরঃ গ. ১৪
 
৩.কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেস্টিত থাকে না?
ক. রাইবোসোম
খ. ক্লোরোপ্লাস্ট
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. পারোন্সিসোম
উত্তরঃ ক. রাইবোসোম
 
৪. প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ 238𝑈  আইসোটোপ থাকে?
 
ক. 50%
খ. 99.3%
গ. 0%
ঘ. 69.3%
উত্তরঃ খ. 99.3%
 
৫.  জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. বায়োইনফরমেটিক্স
খ. বায়োমেট্রিক্স
গ. বায়োকেমিস্ট্রি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. বায়োইনফরমেটিক্স
 
৬. গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?
 
ক. ইদুরের মাধ্যমে
খ. মাইটের মাধ্যমে
গ. বাতাসের মাধ্যমে
ঘ. পাখির মাধ্যমে
উত্তরঃ খ. মাইটের মাধ্যমে
 
৭. এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
ক. Red blood corpuscle
খ. Prombocyte
গ. B Lymphocyte
ঘ. Monocyte
উত্তরঃ গ. B Lymphocyte
 
৮. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
ক. গ্লাইসিন (Glycine)
খ. সেরিন (Serine)
গ. সিস্টিন (Cistine)
ঘ. ভ্যালিন (Valine)
উত্তরঃ ঘ. ভ্যালিন (Valine)
 
৯. প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ. ৪ টি
 
১০. জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
ক. Ultra-violet
খ. Infrared
গ. Visible
ঘ. X-ray
উত্তরঃ খ. Infrared

১১. কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
ক. সবুজ
খ. নীল
গ. লাল
ঘ. হলুদ
উত্তরঃ ঘ. হলুদ
 
১২. রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
ক. Vitamin K
খ. Vitamin A
গ. Vitamin B
ঘ. Vitamin C
উত্তরঃ ক. Vitamin K
 
১৩. ফোটন শক্তি ‘E’ এর সমীকরণটি হল-
ক. hλ/c
খ. hc/λ
গ. cλ/h
ঘ. chλ
উত্তরঃ খ. hc/λ
 
১৪. দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
ক. প্রজাতি
খ. বর্গ
গ. রাজ্য
ঘ. শ্রেণি
উত্তরঃ ক. প্রজাতি
 
১৫. ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
ক. লবণ
খ. পানি
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ. সবগুলো
 

মানসিক দক্ষতা

১.একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে জন ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে ?

ক. দক্ষিণ
খ. দক্ষিণ-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. পূর্ব
উত্তরঃ গ. দক্ষিণ-পূর্ব
 
২. নিমের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;

(১) Protect (২) Pragmatic  (৩) Pastel (8) Postal  (৫) Pebble

ক. ৪৩৫২১
খ. ৩৫৪২১
গ. ৩৪৫১২
ঘ. ৪৩৫১২
উত্তরঃ খ. ৩৫৪২১
 
৩. একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, “তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।” ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
ক. মা
খ. খালা
গ. বোন
ঘ. কন্যা
উত্তরঃ গ. বোন
 
৪. যদি E = 10,J=20,O=30 এবং T= 40 হয়, তাহলে B+E+S+T=?
ক. ৭১
খ. ৮২
গ. ৯০
ঘ. ৯২
উত্তরঃ ঘ. ৯২
 
৫. নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
ক. Kiwi
খ. Eagle
গ. Emu
ঘ. Ostrich
উত্তরঃ খ. Eagle
৬. একজন মহিলা বলছেন, “আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের এগারো ভাগের একভাগ।” মহিলার বয়স কত?
ক. ২৩ বছর
খ. ৩৪ বছর
গ. ৪৫ বছর
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ. ৪৫ বছর
 
৭. যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
 
ক.

খ.

গ.

ঘ.
উত্তরঃ গ.
 
৮. একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
ক. ২১০
খ. ১০৫
গ. ২২৫
ঘ. ১৯৬
উত্তরঃ খ. ১০৫
 
৯. সেই জুটি নির্বাচন করুন যা “Children : pediatrician” জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
ক. Adult : Orthopedist
খ. Kidney : Nephrologist
গ. Females : Gynecologist
ঘ. Skin : Darmatologist
উত্তরঃ গ. Females : Gynecologist
 
১০. কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে?
 
ক.

খ.
 
গ. 

ঘ.
 
উত্তরঃ ক.
 
 
১১. নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
ক. ৮০
খ. ১১৪
গ. ১০৮
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ. ১০৮
 
১২. সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
ক. Consciencious
খ. Conscienctious
গ. Consciencitious
ঘ. Conscientious
উত্তরঃ ঘ. Conscientious
 
১৩.  একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩ : ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে -পুরুষের সংখ্যা কত?
ক. ৩০
খ. ৩৫
গ. ৪০
ঘ. ৪৫
উত্তরঃ অপশন নাই , নোটঃ প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ
 
১৪. Ubiquitous’ শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
ক. Scarce
খ. Abundant
গ. Widespread
ঘ. Limited
উত্তরঃ গ. Widespread
 
১৫. পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
ক. ১৮
খ.  ২০
গ. ২২
ঘ. ২৪
উত্তরঃ সঠিক উত্তর হবে ১৭ ।
 
 

বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার মান বন্টন

বিষয়নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য৩৫
বাংলাদেশর বিষয়াবলী৩০
আন্তর্জাতিক বিষয়াবলী২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা১০
সাধারণ বিজ্ঞান১০
কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি১৫
গাণিতিক যুক্তি১৫
মানসিক দক্ষতা১৫
নৈতিকতা ও সুশাসন১০
মোট২০০

 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • বিসিএস প্রিলিমিনারি ফলাফলের পর, বিপিএসসি বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করবে। এ বছর BPSC কর্তৃপক্ষ পরীক্ষার হলে সব ধরনের ক্যালকুলেটর এবং অন্যান্য বই, সংবাদপত্র, যেকোনো ধরনের ডিভাইস নিষিদ্ধ করেছে।
  • প্রত্যেক আবেদনকারীকে প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আপনি যদি আপনার ৪৬ বিসিএস প্রবেশপত্র ডাউনলোড না করেন তবে আপনি এখানে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারেন।
  • পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলের বাইরে যেতে পারবে না।
  • গুরুত্বপূর্ণ পয়েন্ট হল প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা হবে। তাই ভুল উত্তর সম্পর্কে সতর্ক থাকুন।
5/5 - (2 votes)
Categories BCS
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.