ফ্লোরোসেন্স পদার্থ কী?
ফ্লোরোসেন্স পদার্থ কী?
যে সকল পদার্থ (200 – 375)nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী শোষণ করে কিন্তু (375 – 780) nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী বিকিরণ করে, সে সকল পদার্থকে ফ্লোরোসেন্স পদার্থ বলে।
যে সকল পদার্থ (200 – 375)nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী শোষণ করে কিন্তু (375 – 780) nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী বিকিরণ করে, সে সকল পদার্থকে ফ্লোরোসেন্স পদার্থ বলে।
জড়তার ভ্রামক কাকে বলে? কোন ঘূর্ণনরত দৃঢ় বস্তু যে অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত, ঘূর্ণন অক্ষ থেকে তাদের প্রত্যেকটির দূরত্বের বর্গ ও ভরের গুণফলের সমষ্টিকে ঐ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলে। ব্যাখ্যাঃ ধরা যাক, একটি বস্তু উলম্ব অক্ষ PQ এর সাপেক্ষে ঘূর্ণনরত। কণাটির ভর = m ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব = r সংজ্ঞা…
এক ক্যালরি কাকে বলে? এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে এক ক্যালরি বলে।
রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে পার্থক্য রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং রৈখিক বেগ কৌণিক বেগ ১ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা রৈখিক বেগ বলে। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথ চলমান কোন বস্তুর সময়ের সাথে কৌণিক…
অসম বেগ কি? কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই বেগকে অসম বেগ বলে। যেমন- সচরাচর যে সব যানবাহনের বা বস্তুর গতি দেখে থাকি সেগুলোর গতি অসম গতি।
সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা বিজ্ঞানী লুইস ও কোজেল এর মতবাদ অনুসারে সমযোজী বন্ধন গঠনকালে পরমাণুতে বহিঃস্থ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো তথা আটটি ইলেকট্রন অর্জিত হতে হয়। এ মতবাদকে অষ্টক তত্ত্ব বলে। সাধারণত অষ্টক তত্ত্ব অনুসারে সমযোজী অণুসমূহ গঠিত হয়। কিছু কিছু ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ও অষ্টক সংকোচনের ফলে এ নীতির ব্যতিক্রম পরিলক্ষিত হয়।
সীবেক ক্রিয়া কাকে বলে? দুটি ভিন্ন ধাতুর তারের দুই প্রান্তজোড়া লাগিয়ে যদি বর্তনী তৈরী করা যায় এবং তার দুটির সংযোগ স্থল দুটিতে তাপমাত্রার ব্যবধান সৃষ্টি করা যায় তাহলে ঐ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে। ১৮২১ খ্রিষ্টাব্দে সীবেক সর্বপ্রথম ঘটনাটি প্রত্যক্ষ করেন। তাই এ ঘটনাকে সীবেক ক্রিয়া বলে।