ভার্চুয়াল অফিস কাকে বলে? ভার্চুয়াল অফিসের সুবিধা কি কি? (Virtual office in Bengali)
সশরীরে অফিসে উপস্থিত না হয়েও অফিসের কাজ সরাসরি করতে পারার সুযোগ পাওয়া যায় যে অফিসে, সেই অফিসকে ভার্চুয়াল অফিস (Virtual office) বলে। ভার্চুয়াল অফিসে কাজ করতে কম্পিউটার, ইন্টারনেট ও প্রোগামিং এ দক্ষতা লাগে।
ভার্চুয়াল অফিসের সুবিধা (Advantages of Virtual office)
ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো হলো–
- অফিসের জন্য বড় বড় বিল্ডিং তৈরি করতে হয় না।
- অফিস করতে সশরীরে অফিসে যেতে হয় না।
- অধিক যোগ্য জনশক্তির নিয়োগ দেওয়া যায়।
- পৃথিবীর যেকোনো প্রান্তে গিয়েই অফিসের কাজ পরিচালনা করা যায়।
- দিন-রাতের যেকোনো সময়েই (সুবিধামতো) অফিসের কাজ করে নেওয়া যায়।
- জনজীবনের দুর্ভোগ কমিয়ে পরিবেশের সংরক্ষণ করা যায়।